WBPSC Food SI Practice Set 09 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WBPSC Food SI Practice Set, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

https://t.me/fresherrecruit

সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এ Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সংক্ষেপে, Team Fresher Recruit পরীক্ষার্থীদের জন্য ফ্রি প্র্যাকটিস সেট আয়োজন করেছে। Fresher Recruit এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন ‘WBPSC Food SI Practice Set’ এ সংবাদ আপলোড করা হচ্ছে। Fresher Recruit আয়োজিত WBPSC Food SI Practice Set-এ অংশগ্রহণ করে, পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নেয়ার জন্য তাদের উদ্দেশ্য সাধনে সাহায্য করতে পারে।

WBPSC Food SI Practice Set 09
WBPSC Food SI Practice Set 09

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই অনুশীলন সেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের পরীক্ষার প্রশ্নের ধরণের উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন একজন খাদ্য সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে এই অনুশীলন সেটগুলি অংশগ্রহণ করতে আজই শুরু করুন।

Food SI Practice Set 09

Food SI Practice Set 09

1 / 10

কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?

2 / 10

সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদ কোনটি?

3 / 10

শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথের নাম কি?

4 / 10

নিচের কে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না?

5 / 10

নিচের কোনটি লোড কার্জন দ্বারা হয়নি?

6 / 10

ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন?

7 / 10

বিখ্যাত আই. এন. এ (INA trials) বিচার দিল্লির লালকেল্লায় কত সালে শুরু হয়েছিল?

8 / 10

কে মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?

9 / 10

নিচের কোনটি কৃষক আন্দোলন নয়?

10 / 10

কোন আইন অনুসারে সর্বপ্রথম শিক্ষা ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে আসে?

Your score is

The average score is 10%

0%

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

সম্পূর্ণ সাজেশনটির PDF কপি ডাউনলোড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *