Krishak Bandhu Status Check 2024 | কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস দেখার কাজ শুরু হলো

Krishak Bandhu প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন অনলাইনে নতুন করে শুরু হল স্ট্যাটাস দেখার কাজ 2024 এ।  কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে অনলাইনে চেক করবেন বিস্তারিত জানতে এই পোস্টটিতে আলোচনা করলাম। 

আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এন্ট্রি করে আপনার Krishak Bandhu প্রকল্পের সমস্ত তথ্য দেখতে পারবেন কৃষক বন্ধু আইডি নথিভূক্ত কিছুকে সমস্ত তথ্য একাউন্টে টাকা এসেছে কিনা, কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, সমস্ত তথ্য অনলাইনে চেক করতে পারবেন।

Krishak Bandhu Status Check
Krishak Bandhu Status Check

পশ্চিমবঙ্গ সরকারের Krishak Bandhu প্রকল্প 

কৃষকদের জন্য শুরু করা সরকারের একটি প্রকল্প হল Krishak Bandhu প্রকল্প। এই প্রকল্পের টাকা ঢুকেছে কিনা একাউন্টে তা কিভাবে জানবেন, তার অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য যে প্রসেসটি রয়েছে সেটি আজকে এই পোস্টের মাধ্যমে দেখাবো একের পর এক স্টেপ গুলো দেওয়া আছে সৃষ্টি গুলো ফলো করে আপনারা আপনাদের একাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা চেক করতে পারবেন ।

কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করার পদ্ধতি 

  • আপনাকে প্রথমে Krishak Bandhu অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে 
  • অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং পরের পেজ খুলে যাবে। 
  • পরের পেজ ওপেন হবে এবং সেখানে দেখতে পাবেন আপনার ভোটার কার্ডের নাম্বার চাইছে এই জায়গাটিতে আপনার ভোটার কার্ডের নাম্বার টি দিতে হবে এবং চেক বক্সে ক্লিক করার পর সার্চ অপসন টিতে ক্লিক করতে হবে। 
  • এবং ওর পরে আপনি নিচে দেখতে পাবেন আপনার কৃষক বন্ধুর আইডি দেখতে পাবেন , আধার নম্বর এর জায়গায়  আপনার আধার কার্ডের সাথে লিংক আছে কিনা দেখতে পাবেন। 
  •  এছাড়া ডানদিকে আপনি দেখতে পারবেন ট্রানজাকশন স্ট্যাটাস ওখানে যদি ট্রানজাকশন সাকসেস হয় তাহলে আপনার কাছে কোন টাকা আপনার ব্যাংকে ঢুকে গেছে। 
  • যদি আপনার ট্রানজাকশন স্ট্যাটাসের নিচে ট্রানজাকশন সাক্সেসফুল না দেখায়  ইনভ্যালিড বা অন্যকিছু দেখা যায় তাহলে আপনি কৃষি অধিকারী অফিসে গিয়ে যোগাযোগ করবেন।

Krishak Bandhu প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে ?

রবি শস্যের জন্য Krishak Bandhu প্রকল্পের টাকা অক্টোবর – মার্চ ২০২২ এর মধ্যে আগেই দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত চাষীরা শীতকালীন ফসল চাষ করেন তাদের আর্থিক সহযোগিতা  করার জন্য সরকার  দুই কিস্তিতে ₹10,000 টাকা দিয়েছে। খারিফ ফসল চাষের  জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হয়।

কৃষক বন্ধু ID নম্বর কিভাবে খুজবেন ?

Krishak Bandhu আইডি নম্বর চেক করার জন্য আপনাকে কৃষক  বন্ধুর  অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওখানে গিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করার পর আপনি নিজে আপনার কৃষক বন্ধুর সমস্ত রকম ডিটেইলস দেখতে পাবেন এবং ওখানে প্রথমে  দেখতে পাবেন আপনার কৃষক বন্ধু আইডি নম্বর দেওয়া আছে। 

কৃষক বন্ধু Scheme Link

Krishak Bandhu সম্পর্কিত

নথিভুক্ত কৃষকের তথ্য

কৃষি বিভাগ

কো অপারেটিভ ব্যাঙ্ক

হেল্পলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *