জ্ঞান অন্বেষণ এবং প্রতিনিয়ত শেখার আগ্রহ মানুষকে সাফল্যের শিখরে পৌঁছাতে সহায়তা করে। জীববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর শুধুমাত্র মনের প্রখরতা বাড়ায় না, বরং শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানের প্রতি উৎসাহ জাগ্রত করে। এ ধরনের প্রশ্নোত্তর মূলত মানবদেহ, প্রাণীজগৎ, উদ্ভিদবিজ্ঞান, এবং সামাজিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, যা আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করে। এই প্রশ্নোত্তরগুলির মাধ্যমে, আমরা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে অনেক নতুন এবং আকর্ষণীয় তথ্য আবিষ্কার করতে পারি।
রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার প্রশ্ন উত্তর
১. হ্যাভারসিয়ান ব্যবস্থা মানুষের দেহের কোথায় পাওয়া যায়? উত্তর: অস্থিতে।
২. HIV কোন শ্রেণীর ভাইরাস? উত্তর: RNA ভাইরাস।
৩. পলিটিন ক্রোমোজোম কোন কোষে বিদ্যমান? উত্তর: পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষে।
৪. নারকেলের কোন অংশটি ভক্ষণযোগ্য? উত্তর: সস্য।
৫. পাতায় ‘ঢোকানো পত্ররন্ধ্র’ কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? উত্তর: জেরোফাইট।
৬. সিঙ্কোনা বৃক্ষের কোন অংশ থেকে কুইনাইন সংগ্রহ করা হয়? উত্তর: ছাল।
৭. কোন ধাতব আয়ন আলোকসংশ্লেষ প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন করে? উত্তর: লৌহ।
৮. কে ‘স্বদেশ বান্ধব’ সমিতি স্থাপন করেন? উত্তর: অশ্বিনীকুমার দত্ত।
৯. ডিএনএ-এর ক্রম পরিমাপ কে আবিষ্কার করেন? উত্তর: ওয়াটসন এবং ক্রিক।
১০. চিংড়ির নির্গমণ অঙ্গের নাম কি? উত্তর: সবুজ গ্রন্থি।
১১. বায়ুমণ্ডলে কোন যৌগ বেশি মাত্রায় থাকলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি হয়? উত্তর: কার্বন ডাই অক্সাইড।
১২. কোন প্রাণীর দেহে রুমিনেটিং পাকস্থলী দেখা যায়? উত্তর: গরু।
১৩. শ্বসনে সাইটোসল কী ভূমিকা পালন করে? উত্তর: গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়।
১৪. এন্থেরা আসামা থেকে কোন ধরনের রেশম সংগৃহীত হয়? উত্তর: মুগা রেশম।
১৫. ক্লাডোগ্রাম কী বোঝায়? উত্তর: ট্যাক্সোনমি সম্পর্ক।
১৬. মানবদেহে নিজস্ব ওজনের কত শতাংশ জল থাকে? উত্তর: ৬৬ ভাগ।
১৭. ভিটামিন সি-এর রসায়নিক নাম কি? উত্তর: এসকরবিক অ্যাসিড।
১৮. কোন রোগে আক্রান্ত রোগীকে আয়োডিন দেওয়া হয়? উত্তর: গলগন্ড।
১৯. আধুনিক ভারতের জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? উত্তর: রামমোহন রায়।
২০. জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর: নবগোপাল মিত্র।
২১. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
২২. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর: বারিন্দ্র ঘোষ।
২৩. ‘অনুশীলন সমিতি’ কে গঠন করেন? উত্তর: পি মিত্র।
২৪. আমাদের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ কে রচনা করেছিলেন? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৫. সংবিধানের কোন সংশোধনীতে ভোটের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছিল? উত্তর: ৬১তম সংশোধনী।
২৬. মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? উত্তর: মেটাফেজ।
২৭. কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন? উত্তর: এ ও হিউম।
২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল? উত্তর: জমিদার প্রথা।
২৯. ভারতের সর্বাধিক শিল্পোন্নত রাজ্য কোনটি? উত্তর: মহারাষ্ট্র।
৩০. বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নগরের সংখ্যা কত? উত্তর: ১১৯ টি।
৩১. ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন-এর মূল নকশা কত সালে অনুমোদিত হয়? উত্তর: ১৯৮১ সালে।
৩২. সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল? উত্তর: ৪২তম সংশোধনী।
৩৩. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তর: অন্ধ্রপ্রদেশ।
৩৪. কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে অনুমোদন করেন? উত্তর: জাতীয় উন্নয়ন পরিষদ।
সাধারণ জ্ঞান শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটায়। এই প্রশ্নোত্তরগুলির অনুশীলন আমাদের জানার পরিসরকে আরও বিস্তৃত করে, মনের ধারালোত্ব বাড়ায় এবং আমাদের চিন্তাভাবনার দক্ষতা উন্নত করে। তাই, জ্ঞানার্জনের এই যাত্রা কখনো থামানো উচিত নয়। প্রতিনিয়ত শিখুন, জানুন, এবং নিজেকে আরও সমৃদ্ধ করুন, কারণ প্রতিটি নতুন তথ্যই আপনাকে একটি নতুন দিগন্তের সন্ধান এনে দিতে পারে।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |