GK

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions Answers in Bengali Part 02

Published On:
General Knowledge Questions Answers 02

General Knowledge Questions Answers শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার জন্যই নয়, এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিনের সমস্যার সমাধান থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত গ্রহণ, সর্বত্রই সাধারণ জ্ঞান আমাদের সাহায্য করে।

বাংলা সাধারণ জ্ঞান প্রশ্নাবলী(General Knowledge Questions Answers)

প্রশ্নউত্তর
৫১. হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন –ফিরোজ শাহ তুঘলক।
৫২. বঙ্গদেশে কৌলীন্য প্রথা প্রবর্তন করেছিলেন –বল্লাল সেন।
৫৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন –অপরাজিত বর্মণ।
৫৪. গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় –৫ই মার্চ ১৯৩১।
৫৫. প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন –ডারউইন।
৫৬. পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ –ঘাত বল।
৫৭. লাইসোজাইম কি –এক প্রকার উৎসেচক।
৫৮. আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা –১৩টি।
৫৯. শের শাহের বাল্য নাম ছিল –ফরিদ খাঁ।
৬০. খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় –১৫২৭ সালে।
৬১. ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন –আলাউদ্দিন খলজি।
৬২. নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় –অবনীন্দ্রনাথ ঠাকুর।
৬৩. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে –উত্তল।
৬৪. কাবেরি নদীর একটি উপনদীর নাম –ভবানী নদী।
৬৫. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে –মুখ্যসচিব।
৬৬. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত –দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।
৬৭. দুজন কুস্তীগিরের নাম লেখো –সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।
৬৮. উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি –উত্তরকন্যা।
৬৯. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল –১৯৯৯ সালে।
৭০. আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক –ক্যান্ডেলা।
৭১. হাওয়া মহল কে নির্মাণ করেন –প্রতাপ সিংহ।
৭২. ‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে –আর কে নারায়ণ।
৭৩. মোপলা বিদ্রোহ কত সালে হয় –১৯২১ সালে।
৭৪. আকবরনামার রচয়িতা কে ছিলেন –আবুল ফজল।
৭৫. বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত –ঢাকা, বাংলাদেশ।
৭৬. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে –ভূমধ্যসাগরে।
৭৭. কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত –অন্ধ্রপ্রদেশ।
৭৮. জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক –সিস্ট্রন।
৭৯. বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন –বরদৌলির মহিলারা।
৮০. কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে –অটোলিথ।
৮১. সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে –প্যারিসে।
৮২. স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত –কোমড়।
৮৩. সবচেয়ে বড় নার্ভের নাম কি –সাইটিকা নার্ভ।
৮৪. সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম –ভেগাস।
৮৫. টায়ালিন নিঃসৃত হয় –মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।
৮৬. কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন –সুনীল গঙ্গোপাধ্যায়।
৮৭. সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি –বারবার উপজাতি।
৮৮. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন –প্রফুল্ল চন্দ্র ঘোষ।
৮৯. খড়গপুর আইআইটি স্থাপিত হয় –১৯৫১ সালে।
৯০. বাংলার নবজাগরণের জনক ছিলেন –রাজা রামমোহন রায়।
৯১. ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় –১৯১১ সালে।
৯২. ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় –১৯২১ সালে।
৯৩. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন –বিন্দুসার।
৯৪. পেরুর রাজধানীর নাম –লিমা।
৯৫. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত –জম্মু ও কাশ্মীর রাজ্যে।
৯৬. ভারতের উদীয়মান শিল্প বলা হয় –পেট্রো রসায়ন শিল্পকে।
৯৭. ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় –১৯৩৬ সালে।
৯৮. TRAI -র সম্পূর্ণ নাম –Telecom Regulatory Authority of India।
৯৯. আকবরনামা কে লিখেছিলেন –আবুল ফজল।
১০০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী –আন্দিজ।
Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Follow Us On

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.