৫১. হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন – | ফিরোজ শাহ তুঘলক। |
৫২. বঙ্গদেশে কৌলীন্য প্রথা প্রবর্তন করেছিলেন – | বল্লাল সেন। |
৫৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন – | অপরাজিত বর্মণ। |
৫৪. গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় – | ৫ই মার্চ ১৯৩১। |
৫৫. প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন – | ডারউইন। |
৫৬. পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ – | ঘাত বল। |
৫৭. লাইসোজাইম কি – | এক প্রকার উৎসেচক। |
৫৮. আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা – | ১৩টি। |
৫৯. শের শাহের বাল্য নাম ছিল – | ফরিদ খাঁ। |
৬০. খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় – | ১৫২৭ সালে। |
৬১. ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন – | আলাউদ্দিন খলজি। |
৬২. নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় – | অবনীন্দ্রনাথ ঠাকুর। |
৬৩. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে – | উত্তল। |
৬৪. কাবেরি নদীর একটি উপনদীর নাম – | ভবানী নদী। |
৬৫. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে – | মুখ্যসচিব। |
৬৬. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত – | দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে। |
৬৭. দুজন কুস্তীগিরের নাম লেখো – | সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত। |
৬৮. উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি – | উত্তরকন্যা। |
৬৯. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল – | ১৯৯৯ সালে। |
৭০. আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক – | ক্যান্ডেলা। |
৭১. হাওয়া মহল কে নির্মাণ করেন – | প্রতাপ সিংহ। |
৭২. ‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে – | আর কে নারায়ণ। |
৭৩. মোপলা বিদ্রোহ কত সালে হয় – | ১৯২১ সালে। |
৭৪. আকবরনামার রচয়িতা কে ছিলেন – | আবুল ফজল। |
৭৫. বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত – | ঢাকা, বাংলাদেশ। |
৭৬. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে – | ভূমধ্যসাগরে। |
৭৭. কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত – | অন্ধ্রপ্রদেশ। |
৭৮. জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক – | সিস্ট্রন। |
৭৯. বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন – | বরদৌলির মহিলারা। |
৮০. কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে – | অটোলিথ। |
৮১. সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে – | প্যারিসে। |
৮২. স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত – | কোমড়। |
৮৩. সবচেয়ে বড় নার্ভের নাম কি – | সাইটিকা নার্ভ। |
৮৪. সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম – | ভেগাস। |
৮৫. টায়ালিন নিঃসৃত হয় – | মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে। |
৮৬. কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন – | সুনীল গঙ্গোপাধ্যায়। |
৮৭. সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি – | বারবার উপজাতি। |
৮৮. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন – | প্রফুল্ল চন্দ্র ঘোষ। |
৮৯. খড়গপুর আইআইটি স্থাপিত হয় – | ১৯৫১ সালে। |
৯০. বাংলার নবজাগরণের জনক ছিলেন – | রাজা রামমোহন রায়। |
৯১. ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় – | ১৯১১ সালে। |
৯২. ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় – | ১৯২১ সালে। |
৯৩. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন – | বিন্দুসার। |
৯৪. পেরুর রাজধানীর নাম – | লিমা। |
৯৫. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – | জম্মু ও কাশ্মীর রাজ্যে। |
৯৬. ভারতের উদীয়মান শিল্প বলা হয় – | পেট্রো রসায়ন শিল্পকে। |
৯৭. ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় – | ১৯৩৬ সালে। |
৯৮. TRAI -র সম্পূর্ণ নাম – | Telecom Regulatory Authority of India। |
৯৯. আকবরনামা কে লিখেছিলেন – | আবুল ফজল। |
১০০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী – | আন্দিজ। |