আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের(Bangla GK) প্রশ্ন শেয়ার করলাম, যা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। প্রশ্ন ও উত্তরগুলো মনোযোগ দিয়ে পড়ে নাও।
Bangla GK | গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর:
■ ভারতকে ‘নৃতত্ত্বের জাদুঘর’ কে বলেছেন?
উত্তর: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
■ ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি?
উত্তর: ভারতীয় জাদুঘর।
■ দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ক্লার্ক মার্শম্যান।
■ তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়?
উত্তর: তরাই।
■ ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
■ স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালাচারি।
■ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জ্যোতিরাও ফুলে।
■ GDP-এর পূর্ণরূপ কী?
উত্তর: Gross Domestic Product।
■ আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর: রাজস্থান।
■ মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
■ আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত?
উত্তর: চোখ।
■ সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মহারাষ্ট্র।
■ শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি?
উত্তর: আর্থার কোনান ডয়েল।
■ ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়?
উত্তর: পোমোলজি।
■ পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?
উত্তর: ২৩টি।
■ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত?
উত্তর: পালি ভাষায়।
■ অশ্বঘোষ কার রাজসভার শোভাবর্ধন করেন?
উত্তর: কণিষ্ক।
■ এশিয়ার আলো কাকে বলা হয়?
উত্তর: গৌতম বুদ্ধ।
■ তৈমুর লঙ কবে ভারতে আসেন?
উত্তর: ১৩৯৮ সালে।
■ ‘গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া’ বলা হত কাকে?
উত্তর: দাদাভাই নৌরজি।
■ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়?
উত্তর: ১৮৭৬ সালে।
■ পল্লবদের রাজধানীর নাম কী?
উত্তর: কাঞ্চীপুরম।
■ তিতুমিরের আসল নাম কী?
উত্তর: মীর নিসার আলী।
■ ইলবার্ট বিল কে চালু করেন?
উত্তর: স্যার ইলবার্ট।
■ ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
উত্তর: ১৯৭২ সালে।
■ ভিটামিন ডি-এর রাসায়নিক নাম কী?
উত্তর: ক্যালসিফেরল।
■ কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
■ ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: মধ্যপ্রদেশ।
■ মঙ্গলকাব্যের প্রধান ধারা কয়টি?
উত্তর: তিনটি।
■ গীতগোবিন্দমের রচয়িতা কে?
উত্তর: জয়দেব।
■ ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম কী?
উত্তর: গুরু নানক।
■ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর?
উত্তর: তিনটি।
■ মানুষের চোয়াল কোন শ্রেণির লিভার?
উত্তর: তৃতীয় শ্রেণির।
■ সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ছয়টি।
■ ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তর: রমা দেবী।
■ সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়?
উত্তর: বুদ্ধদেব বসু।
■ প্রথম মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে পদক জিতেছেন কে?
উত্তর: দীপা মালিক।
■ ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উত্তর: জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।
■ পবনদূত কাব্যের রচয়িতা কে?
উত্তর: ধোয়ী।
■ শেষ জৈন সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর: পল্লবিতে।
■ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তর: ঋগ্বেদ।
■ পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: ভারত ও শ্রীলঙ্কা।
■ ভারতী পত্রিকার সম্পাদক কে?
উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
■ আপেলে কোন এসিড থাকে?
উত্তর: ম্যালিক অ্যাসিড।
■ দিল্লির প্রাচীন নাম কী ছিল?
উত্তর: ইন্দ্রপ্রস্থ।
■ ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?
উত্তর: মুম্বাই।
■ ‘রেইনবো নেশন’ কোন দেশকে বলা হয়?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
■ ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
■ উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?
উত্তর: রায়ডাক।
■ ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত?
উত্তর: নিউজিল্যান্ড।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |