আবেদন করছেন কি পুলিশ সাব-ইন্সপেক্টর হতে? রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ জানুন কিভাবে!

|
Facebook
রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর দিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আপনি চাইলে আজকের এই ব্লগ এ নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে পড়তে পারবেন।

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রটমেন্ট বোর্ড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করবে। যারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থী, তারা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আবেদন সুযোগ আছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং মাসিক বেতনের বিস্তারিত তথ্য নিচে জানানো হয়েছে।

রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ এর গুরুত্ব পূর্ণ তথ্য

  • পদের নাম— সাব ইন্সপেক্টর
  • মোট শূন্যপদ— ৪৬৪টি (পুরুষ- ২৬৪টি, মহিলা- ১০০টি)
No Of Vacancies রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ
No Of Vacancies রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ
  • শিক্ষাগত যোগ্যতা— সাব-ইন্সপেক্টর হওয়ার জন্য মিনিমাম স্নাতক পাস করতে হবে।
  • মাসিক বেতন— স্থায়ী নিয়োগের সাথে বর্তমান বেতন স্কেলের ভিত্তিতে মাসিক বেতন পাবেন।
  • বয়সসীমা— আবেদনের তারিখ অনুযায়ী বয়স হতে হবে ২০-৩০ বছর পর্যন্ত। সরকারি কর্মকর্তাদের জন্য বয়সের ছাড় থাকবে
Class of Candidate

শারীরিক যোগ্যতা— পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের শারীরিক যোগ্যতা পরীক্ষা করার জন্য নিম্নোক্ত মাপকাঠি ব্যবহার করা হবে:

রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ png

আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজেদের রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে অনলাইন আবেদনপত্রে সব তথ্য পূরণ করে নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

যারা সংরক্ষিত শ্রেণীতে আবেদন করতে চান, তাদের ২০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। আর যারা অসংরক্ষিত শ্রেণীতে থেকে, তাদের আবেদন করতে হলে মোট ২৭০ টাকা জমা করতে হবে (২৫০ টাকা আবেদন ফি এবং ২০ টাকা প্রসেসিং ফি সহ)।

আবেদনের শেষ তারিখ হল ৭ এপ্রিল, ২০২৪

IMPORTANT LINKS

রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ
রাজ্যে ৩৭৩৪ শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ!Click Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ Official NotificationClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

1 thought on “আবেদন করছেন কি পুলিশ সাব-ইন্সপেক্টর হতে? রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ জানুন কিভাবে!”

Leave a Comment