WB Job New Vacancy 2024 – পুজোর আগেই রাজ্যের এই চাকরিতে নিয়োগ!

|
Facebook
WB Job New Vacancy 2024

WB Job New Vacancy 2024 -রাজ্যজুড়ে চলছে বিভিন্ন দুর্নীতির মহামারি। মামলা চলছে একের পর এক। কখনো রেশন কেলেঙ্কারি, কখনো নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা চুরি কিছুই বাদ নেই। এর মধ্যেই গত মাসে হাইকোর্টের আদেশে ২০১১ সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে।

অনেক নিয়োগ প্রক্রিয়া স্থগিত। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করবে। রাজ্যে মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শূন্য পদেও নিয়োগ করা হবে।

নিয়োগকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
পদের নামVarious
মোট শূন্যপদনিচে দেওয়া আছে।
শিক্ষাগত যোগ্যতানিচে দেওয়া আছে।
আবেদন মাধ্যমOnline
আবেদন শুরুনিচে দেওয়া আছে।
আবেদন শেষনিচে দেওয়া আছে।

(WB Job New Vacancy 2024)

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। আগামী এক মাসের মধ্যেই শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। মোট ২০টি পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই শূন্য পদগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষক, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট প্রভৃতি। সব মিলিয়ে প্রায় ২০০০ জন কর্মীকে নিয়োগ করা হবে এই সমস্ত পদে।

WB Job New Vacancy 2024
WB Job New Vacancy 2024

লোকসভা নির্বাচন শেষ হয়েছে। উঠে গিয়েছে নির্বাচন আচরণবিধি। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ WB Job New Vacancy 2024 নিয়ে বড় খবর সামনে এসেছে। ২০০০ শূন্য পদের মধ্যে ১৬০০ জনকে নতুন করে নিয়োগ করা হবে। বাকি ৪০০ জনকেও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। সরকারি অধ্যাপক পদে ৫৫০ জন, ফার্মাসিস্ট পদে ৩০০ জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে ৭০০ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট, ফিজিওথেরাপিস্ট এবং জলপাইগুড়ির ইন্সটিটিউট অব ফার্মেসির অ্যাপক পদে নিয়োগ করবে রাজ্য।

আগামী এক মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে। ডায়ালিসিস, পারফিউসনিস্ট, আরটি, ইসিজি, ইএমজি, ক্যাথল্যাব, ওটি, আরডি সহ বিভিন্ন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। পূজার মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে খবর।

অফিশিয়াল ওয়েবসাইটClick Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFClick Here
Download Fresher Recruit Practice Set 2024 For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment