কেন্দ্র সরকারের একটা দারুণ চাকরি হচ্ছে MTS (Secret Tips to Score Good Marks in Maths) যার জন্য যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস| নিজের মাতৃভাষায় অর্থাৎ, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এর আগে কোনোদিন বাংলা ভাষায় পরীক্ষা হয়নি যতবার পরীক্ষা হয়েছে ইংরেজি না হলে হিন্দি ভাষায় পরীক্ষা হয়েছে। এই প্রথমবার দারুন একটা সুযোগ পেয়েছে SSC MTS এ চাকরি পাওয়ার।
![Secret Tips to Score Good Marks in Maths](http://fresherrecruit.in/wp-content/uploads/2024/01/Secret-Tips-to-Score-Good-Marks-in-Maths.jpg)
হাতে খুব কম সময় রয়েছে সামনেই SSC MTS এপ্রিল মাসেই পরীক্ষা| সুতরাং হাতে খুব সময় কম এই সময় বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করতে হবে। হার্ডওয়ার্ক নয় আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। তার জন্য আজকের এই article এ আলোচনা করবো এই অল্প সময়কে ঠিক থাক কাজে লাগিয়ে কিভাবে অংকে কিভাবে বেশি স্কোর করতে পারি।
আজকে আমরা জানবো বিগত বছরে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে, কোন জায়গা থেকে কম প্রশ্ন আসবে এবং কোন জায়গা থাকে প্রশ্ন আসবে না. এগুলো আগে জানবে হবে অংকে বেশি স্কোর আনার জন্য। এটা জানা দরকার কোন পড়াটা গুরুত্বপূর্ণ এবং কোনটা পড়া প্রয়োজন নেই।
SSC MTS Exam Secret Tips to Score Good Marks in Maths
টার্গেট অল্প সময়ে বেশি নম্বর –
- কি কি করতে হবে না ?
- কি কি করতে হবে ?
- কোনটা আগে করবো এবং কেন ?
- কোন অধ্যায় থাকে কত নম্বর এসবে?
- পরীক্ষার হলে স্ট্রাটেজি কী থাকবে ?
কি কি করতে হবে না ?
- ত্রিকোণমিতি
- বীজগণিত
- জ্যামিতি
কি কি করতে হবে ? | Secret Tips to Score Good Marks in Maths
ভালো স্কোর করার জন্য আবার আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গা থাকে ভালো কস্টিং আসবে সেগুলো ঠিক রাখতে হবে তাই জন্য আবার লক্ষ রাখবো আমাদের অংকে কি কি করতে হবে সেগুলো আবার দেখে নেবো।
- পাটিগণিত
- পরিমিতি
- সরলীকরণ
- তথ্য বিশ্লেষণ পদ্ধতি
কোন ভাগ থেকে কত নম্বর আসবে এবং কোনটা আগে করব ?
নাম | নম্বর |
---|---|
পাটিগণিত | 11-12 |
পরিমিতি | 4-5 |
সরলীকরণ | 1-2 |
তথ্য বিশ্লেষণ | 4-5 |
পাটিগণিতের কোন অধ্যায় আগে করবো ?
নম্বর | চ্যাপ্টার | পুরনো সিলেবাস কতগুলো কোশ্চেন এসেছিল | নতুন সিলেবাস কতগুলো কোশ্চেন আসতে পারে |
---|---|---|---|
1 | Percentage | 0-1 | 0-1 |
2 | Profit & Loss | 2-3 | 2-3 |
3 | Time and Work. Pipe and Cistern | 2-3 | 2 |
4 | Speed, train, time, Distance, Boat & Stream | 2-3 | 2 |
5 | Simple Interest & Compound Interest | 2 | 2 |
6 | LCM-HCF | 2 | 1-2 |
7 | Ration and Proportion | 2-3 | 2-3 |
8 | Mixer & Allegation | 1-2 | 1-2 |
Mensuration Section | Secret Tips to Score Good Marks in Maths
- Sphere (গোলোক)
- Cylinder( চোঙ )
- Cone (শঙ্কু)
- Cuboid(আয়তঘনক)
- Cube(ঘনক)
- Hemisphere (গোলার্ধ)
SSC MTS পরীক্ষায় এই রকম এর এক্সাম প্যাটার্ন আসতে পারে। এক্সাম এর সময় আমাদের সময় তা খেয়াল রাখতে হবে। অংকে আমাদেরকে বেশি সময় দিতে হবে মিনিমাম ৩০ মিনিটস দিতে হবে এবং Reasoning এ আমাদের ২০ মিনিট দিতে হবে। সময় এর বেপারে সতর্ক থাকে হবে। এই জিনিস গুলো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে অঙ্ক পরীক্ষার সময়।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |