GK in Bengali 2025 | WBCS, WBSSC, RAIL, PSC সহ সকল Competitive পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

Updated On:
GK in Bengali

হ্যালো বন্ধুরা! আজ আমি নিয়ে এসেছি দারুন সাধারণ জ্ঞানের প্রশ্ন আর উত্তর(GK in Bengali)। পরীক্ষা সামনে? টেনশন নেই, এ গুলো পড়ে তোমরা অনেক এগিয়ে থাকবে।

আজকের আলোচনায় থাকছে ২০টি গুরুত্ব পূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্ন ও উত্তর, যা WBCS, WBSSC, RAIL, PSC এবং অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বিশেষ ভাবে উপযোগী। সাধারণ জ্ঞানে দক্ষতা থাকলে পরীক্ষায় সফল হওয়া অনেক সহজ হয়। এই প্রশ্নোত্তর সেট(GK in Bengali) আপনাদের সেই দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

GK in Bengali

SL NOপ্রশ্নউত্তর
স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল?আজাদ হিন্দ
ভারতে রাজদ্রোহের মামলায় প্রথম অভিযুক্ত বিপ্লবী কে?বাসুদেব বলবন্ত ফাড়কে
সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং নির্বাচন করা হয়?লাল, হলুদ, সবুজ
কবে ভারতের জাতীয় পতাকার ওপরে সাদা, মধ্যে সবুজ ও নিচে গেরুয়া রং ছিল?১৯২০ সালে
প্রথম চাঁদের মানচিত্র আঁকেন কে?হেভেলিয়াস
বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত রেলস্টেশনের নাম কি?বিশ্বনাথ (বেঙ্গালুরু)
বাংলার প্রথম বাঙালী রাজ্যপাল কে?ড. হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
বাংলার কে প্রথম বেলুনে ভ্রমণ করেন?অনিল বসু
বাংলার কে প্রথম আই.সি.এস. পরীক্ষায় প্রথম হন?স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায়
১০বাংলার প্রথম কে স্থলবাহিনীর প্রধান হন?জে. নির্মল রায়
১১বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?স্বর্ণকুমারী দেবী
১২রবার কি?হিভিয়া গাছের রস
১৩ধূনো কি?শাল গাছের শুকনো আঠা
১৪লবঙ্গ কি?গাছের ফুল
১৫‘ক্লোরোফর্ম’ কে আবিষ্কার করেন?সিম্পসন
১৬‘আশ্বিনের ঝড়’ কোন ঋতুতে দেখা যায়?হেমন্ত
১৭ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম ‘রুপিয়া’?ইন্দোনেশিয়া
১৮ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কি বলা হয়?স্তেপ
১৯তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা কেমন হয়?হ্রাস পায়
২০১ গ্যালন বলতে কি বোঝায়?৬২°F উষ্ণতায় ১০ পাউন্ড জলের আয়তন

পোস্টটি(GK in Bengali) যদি তোমার ভালো লাগে, তবে দেরি না করে বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও এই সুন্দর তথ্য জানতে পারে।

Practice Set For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Follow Us On

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.