5th November 2024 Current Affairs in Bengali | ৫ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
5th November 2024 Current Affairs in Bengali

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ৫ই নভেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 5th November 2024

বিশ্ব সুনামি সচেতনতা দিবস প্রতি বছর ৫ নভেম্বর পালিত হয়। এবছরের থিম ছিল: “Empowering the next generation with the lessons of the 2004 Indian Ocean Tsunami – 20 years on”।

৩৫২ তম আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) গর্ভনিং বডি সেশন জেনেভায় শুরু হয়েছে।

বালি পাদ্যামী উৎসব কর্ণাটকে উদযাপিত হয়েছে।

ইন্ডিয়া ইয়ামাহা মোটর-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইতারু ওটানি।

ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA)-এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে ভারত।

ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।

সুইস ওপেন ইন্ডোর আর্চারি-তে ব্রোঞ্জ মেডেল জিতেছেন ভারতের অতনু দাস।

প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন নিউ দিল্লীতে অনুষ্ঠিত হবে।

আন্ডার-১৯ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জয় ১৭টি মেডেল, যার মধ্যে রয়েছে ৪টি সোনালী মেডেল।

ডিজিটাল ইন্ডিয়া কমন সার্ভিস সেন্টার (DICSC) চালু করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment