Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২৩শে জানুয়ারি, ২০২৫ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 23rd January 2025
- অলোক আগরওয়াল নিযুক্ত হয়েছেন Zurich Kotak General Insurance-এর নতুন MD এবং CEO হিসেবে।
- 3য় জাতীয় খনন মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওড়িশার কোনার্কে।
- Angel One-এর Group CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অম্বরীশ কেনঘে।
- Indian Ocean Rim Association (IORA)-এর নতুন সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন সঞ্জীব রঞ্জন।
- 27তম আন্তর্জাতিক কাঁচ সম্মেলন (International Congress on Glass) অনুষ্ঠিত হয়েছে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।
- প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন (1st International Olympic Research Conference) অনুষ্ঠিত হবে গুজরাটের গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে।
- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রায়পুরে ‘দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা’ চালু করেছেন।
- 2025 সালের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন (World Economic Forum Annual Meeting) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়েছে।
- ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসেবে উঠে এসেছে।
- সম্প্রতি আমেরিকায় TikTok অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |