20th October 2024 Current Affairs in Bengali | ২০শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
20th October 2024 Current Affairs in Bengali

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২০শে অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 20th October 2024

  1. প্রতি ৫ বছর অন্তর ২০শে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপিত হয়।
  2. মোহনজি ২০২৪ সালের Conscious Companies Awards-এ Humanitarian Award পেয়েছেন।
  3. ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ২০২৪ সালের WR Chess Masters Cup জিতেছেন।
  4. ওড়িশার পুরীতে Lighthouse Tourism Conclave ২০২৪ অনুষ্ঠিত হলো।
  5. ১৬তম BRICS Summit রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে।
  6. National Commission for Women (NCW)-এর নতুন চেয়ারপার্সন হিসেবে বিজয়া কিশোর রাহাতকর নিযুক্ত হয়েছেন।
  7. ACKO Life-এর CEO হিসেবে সন্দীপ গোয়েঙ্কা নিযুক্ত হয়েছেন।
  8. উত্তরাখণ্ডে মাদ্রাসাগুলিতে সংস্কৃত বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হবে।
  9. বিরাট কোহলি চতুর্থ ভারতীয় হিসেবে ৯০০০ টেস্ট রান পূর্ণ করেছেন।
  10. সম্প্রতি ৬৯ বছর বয়সে বাঙালি অভিনেতা দেবরাজ রায় মারা গেছেন।

The text summarises current events in Bengali for 20th October 2024. It includes a list of notable events, including the observance of World Statistics Day, the awarding of a Humanitarian Award to Mohanji, and the victory of Indian Grandmaster Arjun Erigaisi in the WR Chess Masters Cup 2024. It also highlights the upcoming 16th BRICS Summit in Kazan, Russia, and the appointment of Vijaya Kishor Rahatkar as the new Chairperson of the National Commission for Women (NCW). In addition, the text includes details about the new CEO of ACKO Life, Sandeep Goenka, and the inclusion of Sanskrit as a compulsory subject in madrasas in Uttarakhand. Lastly, the text notes the recent passing of Bengali actor Debraj Roy at 69.

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment