Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ১৯ই অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 19th October 2024
- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- নিউ দিল্লিতে NITI Aayog আন্তর্জাতিক মিথানল সেমিনার ও এক্সপো ২০২৪ এর আয়োজন করেছে।
- গ্রিসে অনুষ্ঠিত ACO বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল জয় করেছেন গুরপ্রীত পাল সিং।
- JSW Sports-এর ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলী।
- ভারতীয় কোস্ট গার্ডের ২৬তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন পরমেশ শিবমণি।
- Femina Miss India ২০২৪ শিরোপা জিতেছেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল।
- ৫ম জাতীয় জল পুরস্কার ২০২৩-এ সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে ওড়িশা।
- কার্গিল যুদ্ধের ক্যাপ্টেন অমিত ভরদ্বাজের আত্মত্যাগকে সম্মান জানাতে কাকসার সেতুর নাম পরিবর্তন করে ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ সেতু রাখা হয়েছে।
- ভারতে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন Aishath Azeema।
- জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরিন্দর কুমার চৌধুরী।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |