Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ১৬ই অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 17th October 2024
- আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালিত হয় ১৭ই অক্টোবর; এ বছরের থিম হলো “Ending Social and Institutional Maltreatment”।
- ভারতীয় নাগরিকদের নিরাপদ ও আইনি অভিবাসন উন্নত করতে eMigrate V2.0 ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
- জামনগর রাজকীয় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে অভিষিক্ত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।
- এসসিও সামিট ২০২৪ আয়োজন করবে পাকিস্তান।
- অস্ট্রেলিয়ায় বেঞ্জিগো ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-এ মহিলাদের বিভাগে একক শিরোপা জিতেছেন ভারতের তানিয়া হেমন্থ।
- আসাম সরকার ১২৯টি জলাভূমি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প চালু করেছে।
- Global SWFs (অক্টোবর ২০২৪)-এর রিপোর্ট অনুযায়ী, সার্বভৌম সম্পদ তহবিলে বিশ্বের সবচেয়ে ধনী শহর হলো আবু ধাবি।
- সম্প্রতি ৫৭ বছর বয়সে মারা গেছেন মারাঠি অভিনেতা অতুল পারচুরে।
- ২০২৪ সাংহাই মাস্টার্স পুরুষদের একক শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার।
- ভারতীয় নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল মেডিক্যাল সার্ভিসেস হিসেবে নিযুক্ত হয়েছেন কবিতা সাহাই।
Important Links
Practice Set For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |