WBPSC Food SI Practice Set 01 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

|
Facebook
WBPSC Food SI Practice Set

WBPSC Food SI Practice Set, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এ Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সংক্ষেপে, Team Fresher Recruit পরীক্ষার্থীদের জন্য ফ্রি প্র্যাকটিস সেট আয়োজন করেছে। Fresher Recruit এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন ‘WBPSC Food SI Practice Set’ এ সংবাদ আপলোড করা হচ্ছে। Exam Bangla আয়োজিত WBPSC Food SI Practice Set-এ অংশগ্রহণ করে, পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নেয়ার জন্য তাদের উদ্দেশ্য সাধনে সাহায্য করতে পারে।

WBPSC Food SI Practice Set
WBPSC Food SI Practice Set

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই অনুশীলন সেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের পরীক্ষার প্রশ্নের ধরণের উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন একজন খাদ্য সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে এই অনুশীলন সেটগুলি অংশগ্রহণ করতে আজই শুরু করুন।

Food SI Practice Set 01

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রেক্ষাপটে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিনের অনুশীলন সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাসের ওপর ভিত্তি করে প্রস্তুত করা এই অনুশীলন সেটের প্রশ্নগুলি গভীরভাবে অধ্যয়ন করার জন্য পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

1 / 10

2. হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য অফিস এবং মলে Defibrillators ইনস্টল করবে কোন রাজ্য?

2 / 10

4. সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান Grand cross of the Legion of Honour -এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদি?

3 / 10

9. অলিম্পিক ২০২৪ -এর আসর কোন শহরে আয়োজন করা হয়েছে?

4 / 10

5. আলুতে সবুজ রঙ হয় কিসের জন্য?

5 / 10

3. World Youth Skills Day পালন করা হয় কবে?

6 / 10

1. বিশ্বের বৃহত্তম International Temple Convention and Expo কোথায় অনুষ্ঠিত হবে?

7 / 10

7. ভারতের কোন নদীর তলা দিয়ে মেট্রো ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে?

8 / 10

8. কোন ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান?

9 / 10

10. কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়?

10 / 10

6. নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ আন্তর্জাতিক সীমান্ত আছে?

Your score is

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসে। পূর্ববর্তী সময়ে এই পরীক্ষায় প্রধানত MCQ ধাঁচের প্রশ্ন ছিল। আজকের প্রস্তুতি সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ ধরণের প্রশ্ন ও উত্তর সন্নিবেশিত করা হয়েছে, যা পরীক্ষার জন্য বিশেষ প্রাসঙ্গিক।

1 / 10

10. পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে?

2 / 10

9. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

3 / 10

8. মিশ্র অর্থনীতির অর্থ হল—

4 / 10

7. আধুনিক ভারতের জনক হলেন—

5 / 10

6. নিম্নলিখিত কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?

6 / 10

5. নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার?

7 / 10

4. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহবান কে করেন?

8 / 10

3. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন—

9 / 10

2. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল—

10 / 10

1. মুদ্রা তৈরী হয়—

Your score is

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment