উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর দিক থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের সাজেশান PDF প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। পরীক্ষার্থীরা এই প্রতিবেদনে গুরুত্তপূর্ণ প্রশ্নগুলি দেখতে পাবে এবং সাজেশানটির সম্পূর্ণ PDF কপি ডাউনলোড করতে পারবে।
প্রিয় ছাত্র-ছাত্রীগণ, আপনাদের জন্য উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2024 PDF প্রকাশিত হয়েছে। আজকের এই পোস্টে 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করা হবে। এই সাজেশনটি Team Fresher Recruit এর সম্পাদকীয় মণ্ডলী তৈরী করেছে, এবং এটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হতে পারে। প্রতিটি ইউনিটের জন্য প্রশ্ন সাজানো হয়েছে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজনের মধ্যে সাজেস্টিভ প্রশ্ন তৈরী করা হয়েছে এই উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন PDF তে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024
HS POLITICAL SCIENCE SUGGESTION 2024 | |
---|---|
Subject | Political Science |
Exam Date | 28 ফেব্রুয়ারি, 2024 (বুধবার) |
Download link | Given below |
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন
1) কবে কিউবা সংকট দেখা দেয়?
2) বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ কর।
3) দেতাঁত কী?
4) চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন।
5) WTO -এর পুরো নাম কী?
6) ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ কী?
7) বিশ্বায়ন ধারণাটি কেন্দ্রীয় বিষয় কী?
8) NATO কোন মহাসাগরে তীরবর্তী রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত?
9) ভারতে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী?
10) ‘বিশ্বায়ন হলো পুঁজিবাদের এক ধরনের বিশেষরূপ।’ উক্তিটি কার?
11) বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত?
12) কূটনীতি কাকে বলে?
13) NIEO কথার অর্থ কী?
14) সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
15) সার্কের প্রথম সভাপতি নাম কী?
16) ক্ষমতা ও প্রভাবের মধ্যে পার্থক্য কী?
17) কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
18) কোন প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে?
19) ‘কমেকন’ -এর মূল উদ্দেশ্য কি ছিল?
20) মুখ জাতীয় স্বার্থ বলতে কি বোঝ?
21) লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ কর।
22) ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ বলতে তুমি কি বোঝ?
23) বিশ্বায়ন কোন তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
24) পেরেস্ক্রোইকা বলতে কি বোঝ?
25) ‘ক্যু-দেতা’ কী?
26) UNESCO জাতিপুঞ্জের কোন পরিষদের বিশেষজ্ঞ সংস্থা হিসেবে কাজ করে?
27) পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
28) কমনওয়েলথ কী?
29) সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
30) ফিসা -এর পুরো নাম কী?
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2024
31) গ্যাট কী?
32) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদান ক্ষমতার অর্থ কী?
33) সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কী?
34) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখ।
35) সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
36) ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কী?
37) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
38) সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
39) পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও।
40) NIEO কথার অর্থ কী?
41) কোন ঘটনাবলীর পরিণতি হল আধুনিক রাষ্ট্রব্যবস্থা?
42) সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোন সদস্য রাষ্ট্রকে কিভাবে অপসারণ করা যায়।
43) জাতিপুঞ্জের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন?
44) মার্কসবাদের মৌলিক নীতি বা সূত্র গুলি কি কি?
45) আন্তর্জাতিক বিচারালয়ের উদ্দেশ্য কী?
46) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কোথা থেকে নির্বাচিত হবে?
47) ‘তেহেরান’ ঘোষনা কী?
48) ‘মস্কো’ ঘোষণা কী?
49) সার্ক প্রতিষ্ঠার ব্যাপারে পাকিস্তান ভারতের ভূমিকা কে কি বলে আখ্যা করেছিল?
50) SARRC -এর পুরো কথাটি লেখ।
51) বিশ্বব্যাংক কিভাবে গঠিত?
52) সাধারণ সভাকে ‘বিশ্বের নাগরিক সভা’ বলা হয় কেন?
53) ‘মস্কো’ ঘোষনা কী?
54) কফি আন্নান কোন সময়ের জন্য মহাসচিব হন?
55) জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয়?
56) ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে সমাজতন্ত্রবাদীরা কি বলেন?
57) আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার একটি কারণ দাও।
58) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা অপরিহার্য কেন?
59) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দেখাও।
60) বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে?
61) বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ কর।
62) অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে।
63) গান্ধীজীর মতাদর্শের একটি উৎসের নাম লেখ?
64) গান্ধীজীর ভাষায় সর্বোদয়ের অর্থ কি?
65) আমলা কাদের বলা হয়?
66) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কিভাবে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায়?
67) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি প্রধান উৎস লেখ।
68) পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ কর।
69) পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলুপ্তি কবে হয়?
70) জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখ।
71) ব্লক উন্নয়ন আধিকারিক এর দুটি প্রধান কাজ উল্লেখ করো।
72) ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয়?
73) সংবিধানের ৭৩তম সংশোধনে গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তনের উল্লেখ করো।
HS Political Science Suggestion 2024
বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী
1) ঠান্ডা লড়াইয়ে অবসানের কারণগুলি কি কি?
2) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকার বিবরণ দাও।
3) আধুনিক রাষ্ট্রে আইনসভার ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
4) আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
5) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
6) দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তা পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও
7) শাসন বিভাগের স্থায়ী অংশের অর্থ কি? শাসন বিভাগের স্থায়ী অংশের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা কর।
8) ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
9) রাজ্য বিধান পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
10) বিচারবিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ কর।
11) ভারতীয় বিচারব্যবস্থার মূল বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা কর।
12) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2024 FAQ
Q: উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?
Ans: 2024 সালের উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশনের PDF ডাউনলোডের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে হবে।
Q: উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?
Ans: না, 2024 সালের উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশনটি পেতে কোনও অর্থ প্রয়োজন হবে না। আপনি এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Online | Click Here |
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Click Here |
Download Fresher Recruit Practice Set 2024 For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |