বাছাই করা ১০ টি প্রশ্ন | Easy WB Gram Panchayat Exam Practice Set 3 – গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩

WB Gram Panchayat Exam Practice Set

WB Gram Panchayat Exam Practice Set – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের একাধিক পদে কর্মী নিয়োগের জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। এই পরীক্ষার জন্য ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যাদের এখনো সে রকম ভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি তাদের জন্য আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেট তৈরি করেছি।

WB Gram Panchayat Exam Practice Set 2

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে।

১) সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশে রাষ্ট্রপতি Ebrahim Raisi ?

  • [A] ইরান
  • [B] ইজরায়েল
  • [C] কাজাখস্তান
  • [D] ইরাক

Answer – ইরান

২) AI পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে কোন রাজ্য ?

  • [A] মনিপুর
  • [B] সিকিম
  • [C] হায়দ্রাবাদ
  • [D] গুজরাট

Answer – সিকিম

৩) Emilia Romagna Grand Prix জিতলেন কোন রেসিং কার ড্রাইভার ?

  • [A] Max Verstappen
  • [B] Lando Norris
  • [C] Oscar Piastri
  • [D] কেউই নন

Answer – Max Verstappen

৪) Conference On Criminal Justice Administration অনুষ্ঠিত করা হলো কোথায় ?

  • [A] কোহিমা
  • [B] চেন্নাই
  • [C] গুয়াহাটি
  • [D] নিউ দিল্লি

Answer – গুয়াহাটি

৫) কোন কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন সঞ্জীব জৈন ?

  • [A] Infosys
  • [B] Wipro
  • [C] HCL
  • [D] L&T

Answer – Wipro

৬) কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন Lai Ching- Te ?

  • [A] ভিয়েতনাম
  • [B] চীন
  • [C] দক্ষিণ কোরিয়া
  • [D] তাইওয়ান

Answer – তাইওয়ান

৭) Italian Open 2024- এ মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা Swiatek ?

  • [A] জার্মানি
  • [B] পোল্যান্ড
  • [C] কানাডা
  • [D] আজেরবাইজান

Answer – পোল্যান্ড

৮) কোথায় উচ্চতম Tank Repair Facilities প্রতিষ্ঠা করল ইন্ডিয়ান আর্মি ?

  • [A] জম্মু-কাশ্মীর
  • [B] অরুণাচল প্রদেশ
  • [C] লাদাখ
  • [D] সিকিম

Answer – লাদাখ

৯) Miss Pink Nepal 2024 শিরোপা জিতলেন কোন রূপান্তরকামী মহিলা ?

  • [A] কৌমুদি যোশী
  • [B] কেতকী রাই
  • [C] আনমোল রাই
  • [D] কেউই নন

Answer – আনমোল রাই

১০) কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে নরসিংগড়ে ?

  • [A] মিজোরাম
  • [B] মেঘালয়
  • [C] আসাম
  • [D] ত্রিপুরা

Answer – ত্রিপুরান

Fresher Recruit Practice Set 2024 For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *