UDC Job Recruitment 2024 – চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন সুখবর। ভারত সরকারের সিভিল এভিয়েশন কমিশন অফ রেলওয়ে নিরাপত্তা অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি একটি মহাসমাচার।
এখানে আগ্রহী প্রার্থীরা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? বয়সসীমা কতটুকু? মাসিক বেতন কত হবে? এসব সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। অনুগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়বেন এবং বুঝবেন, এরপর নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সম্পর্কে একনজরে (Recruitment Glance)
নিয়োগকারী সংস্থা | Ministry Of Civil Aviation – Railway Safety |
পদের নাম | Senior Private Secretary, Sr.Inspector (Technical),Upper Division Clerk |
মোট শূন্যপদ | নিচে দেওয়া আছে। |
শিক্ষাগত যোগ্যতা | নিচে দেওয়া আছে। |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শুরু | নিচে দেওয়া আছে। |
আবেদন শেষ | নিচে দেওয়া আছে। |
নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য (Recruitment Detailed Information)
পদের নাম ও শূন্যপদ
- এখানে যে পদ গুলিতে নিয়োগ করা হবে সেই পদ গুলির নাম হল – সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, সিনিয়র ইন্সপেক্টর (টেকনিক্যাল), আপার ডিভিশন ক্লার্ক।
- এই পদ গুলিতে মোট ৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়সসীমা ও বেতন
- উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশন নিয়ম অনুসারে হিসাব করা হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
- এই পদ গুলিতে কাজ পাওয়ার পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন ২,৪০০/- টাকা থেকে সর্বোচ্চ ৪,৮০০/- টাকার মধ্যে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (UDC Job Recruitment 2024)
যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে নিয়োগ করা হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে www.civilaviation.gov.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন (UDC Job Recruitment 2024) তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- বায়ো-ডেটা সার্টিফিকেট
- গত পাঁচ বছরের জন্য APARS/ACR-এর ফটোকপি প্রতিটি পৃষ্ঠায় সরকারের আন্ডার সেক্রেটারি পদের নীচে নয় এমন একজন অফিসার দ্বারা যথাযথভাবে সত্যায়িত করা হয়েছে।
- ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- সততা শংসাপত্র
নিয়োগ প্রক্রিয়া (UDC Job Recruitment 2024)
উল্লেখিত পদে আবেদন কারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাই করা হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ডেপুটেশনের মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Click Here |
Download Fresher Recruit Practice Set 2024 For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |
Wow this great👍