Tata Capital Pankh Scholarship Online 2024 | প্রতিটি ছাত্রছাত্রী পাবে ১২,০০০/- টাকা।

|
Facebook
Tata Capital Pankh Scholarship Online

Tata Capital Pankh Scholarship Online – রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালানোর জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও স্কলারশিপ প্রদান করে থাকে। ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে এবং ভবিষ্যতে উচ্চশিখরে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে বেসরকারি সংস্থা এই স্কলারশিপ প্রদান করে থাকে।

আবার টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের জন্য কি যোগ্যতার প্রয়োজন? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? আজকের এই প্রতিবেদনে আমরা সকল তথ্য বিস্তারিতভাবে জানব। সকল তথ্য জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

Tata Capital Scholarship কি?

ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারির পাশাপাশি কিছু বেসরকারি সংস্থা স্কলারশিপ প্রদান করে। তেমনি টাটা ক্যাপিটাল পান্থ স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আন্ডারগ্রাজুয়েট ছাত্রছাত্রীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকে।

Tata Capital Pankh Scholarship Online এই স্কলারশিপের আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন?

এই স্কলারশিপের আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:

Tata Capital Pankh Scholarship Online
Tata Capital Pankh Scholarship Online
  • ভারতের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, একাদশ, দ্বাদশ, জেনারেল আন্ডারগ্রাজুয়েট কোর্স (যথাক্রমে বিএ, বিএসসি, বিকম) এবং ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীদের পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে।
  • আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় INR 2.5 লক্ষ বা তার কম হতে হবে।
  • Tata Capital & Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
  • শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত।

এই স্কলারশিপের সুবিধা (Tata Capital Pankh Scholarship Online)

এই স্কলারশিপে যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সুবিধা পাবেন। আবেদনকারীরা এই স্কলারশিপ থেকে সর্বনিম্ন ১০,০০০/- টাকা থেকে সর্বাধিক ১২,০০০/- টাকা পর্যন্ত বৃত্তি পাবে।

কিভাবে আবেদন করবেন?

উপরোক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের ধাপে ধাপে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে:

  • অনলাইনে আবেদন করার জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীদের Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে যোগ্যতায় আবেদন করবেন সেই Apply Now অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আবেদনকারীদের বৈধ মোবাইল নম্বর/ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর লগইন করে স্ক্রিনে আসা আবেদনপত্রটি নিজের যাবতীয় সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • এরপর আবেদনের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে।
  • সর্বশেষে আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন?

  • মার্কশিট বা পূর্ববর্তী ক্লাসের গ্রেড কার্ড।
  • ভর্তির প্রমাণ (স্কুল/কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)।
  • ছবি পরিচয় প্রমাণ (আধার কার্ড)।
  • আয়ের প্রমাণ (ফর্ম 16A/সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)।
  • বর্তমান শিক্ষাবর্ষের ফি রসিদ।
  • বৃত্তি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  • অক্ষমতা এবং জাত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
Download Fresher Recruit Practice Set 2024 For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment