স্কুল ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটি খুশির সংবাদ। ভারতীয় রেলওয়ে (South East Central Railway Recruitment 2024) একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করবে। এই নিয়োগের জন্য মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবে। আরো জানতে এই পোস্টটি পড়ো।
- পদের নাম: Trade Apprentice
- মোট শূন্যপদ: ৭৩৩টি (UR- ২৯৬ টি, EWS- ৭৪ টি, OBC- ১৯৭ টি, SC- ১১৩ টি, ST- ৫৩ টি।)
- শিক্ষাগত যোগ্যতা: এখানে ট্রেডের ডিগ্রি সহ ন্যূনতম মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন যারা যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে পাস করেছেন।
বয়স সীমা ও বেতন (South East Central Railway Recruitment 2024)
- কারা পাবেন মাসিক স্টাইপেন্ড: এখন থেকে প্রশিক্ষণ নিতে যে প্রার্থীরা আপ্লাই করবে, তাদের কে অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
- বয়সের ব্যাপারে: ১৫ বছর থেকে ২৪ বছর হতে হবে যারা প্রশিক্ষণ নিতে চান। তবে, আলাদা বয়স সীমার কিছু নির্দেশনা সম্পর্কেঃ তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে।
আমি secr.indianrailways.gov.in থেকে প্রাপ্ত তথ্য বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। আবেদন করার আগে অবশ্যই সব তথ্য পরীক্ষা করুন এবং ঠিক করে নিন। তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
কি ভাবে আবেদন করবেন?
- ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর ঠিকমত সব ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টগুলি ঠিক ভাবে আপলোড করতে হবে।
- তারপরে নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে আবেদন শেষ করতে হবে।
- সব বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন এবং তারপরে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ আবেদন শেষ ১২-০৪-২০২৪
IMPORTANT LINKS
South East Central Railway Recruitment 2024 Online Registration | Click Here |
Download Fresher Recruit Test For Free Test | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Official Notification | Click Here |
Web Stories | Click Here |
wow great post