রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট | Railway Group D Mock Test in Bengali Part 01

|
Facebook
Railway Group D Mock Test in Bengali Part 01

আজ আমি Railway Group D মক টেস্ট পর্ব-০১ শেয়ার করছি, যেখানে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। এটি আপনাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে।

কুইজটিতে অংশ নিতে নীচে দেওয়া Start The Quiz বাটনে ক্লিক করুন।

Railway Group D Mock Test in Bengali

Railway Group D Mock Test in Bengali Part 01

1 / 50

Eye : Vision :: Tongue : ?

2 / 50

কোন রাশিটি মৌলিক নয় ?

3 / 50

ভাজ্য = 75, ভাগফল = 7, ভাগশেষ = 5, ভাজক = ?

4 / 50

নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত?

5 / 50

রাজ্যপাল এর জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার ?

6 / 50

কোলেস্টেরল একপ্রকার-

7 / 50

8 টি সংখ্যার গড় 24 এবং অপর 24 টি সংখ্যার গড় 8 হলে, সবগুলি সংখ্যার কত ?

8 / 50

ব্যতিক্রমটিকে চিহ্নিত করো।

9 / 50

বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয় ?

10 / 50

Air : Atmosphere :: Water : ?

11 / 50

পিয়েরে ভার্নিয়ার কি ছিলেন ?

12 / 50

আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ?

13 / 50

হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে ?

14 / 50

"অগ্নিবীণা" কাব্যের রচয়িতা কে ?

15 / 50

পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ?

16 / 50

70031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে ?

17 / 50

দুটি সংখ্যার গুণফল 123904, একটি সংখ্যার দ্বিগুণের মান 1408 হলে, অপর সংখ্যাটি -

18 / 50

ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত?

19 / 50

ব্যতিক্রমটিকে চিহ্নিত করো।

20 / 50

ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে ?

21 / 50

কত বছরে কোনো একটা 10% সুদের হারে আসলের তিনগুণ হবে ?

22 / 50

নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখন্ডক সর্বাপেক্ষা কম ?

23 / 50

Electricity : Wire :: Water : ?

24 / 50

"টেনিদা" চরিত্রর সৃষ্টিকর্তা কে ?

25 / 50

ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?

26 / 50

নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হল-

27 / 50

ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি ?

28 / 50

কোন জাহাজে নৌ-বিদ্রোহ হয়েছিল ?

29 / 50

বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন ?

30 / 50

C.G.S পদ্ধতিতে ভরের একক হল-

31 / 50

ব্যতিক্রমটিকে চিহ্নিত করো।

32 / 50

আধুনিক তুরস্কের জনক নামে কাকে অভিহিত করা হন ?

33 / 50

Floper : Bud :: Plant : ?

34 / 50

একটি সংখ্যা ও তার অন্যোনকের যোগফল 2 হলে, ওই দুটি মানের পার্থক্য -

35 / 50

রক্তনালীর লাল যোগকলা কোনটি ?

36 / 50

স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?

37 / 50

টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায় ?

38 / 50

দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ-

39 / 50

2431 -এর বৃহত্তম মৌলিক উৎপাদক -

40 / 50

ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী ?

41 / 50

"লেভিয়াথান" বইটির লেখক কে ?

42 / 50

হিলিয়াম পরমাণুর ইলেকট্রন হারালে এটি পরিণত হয়-

43 / 50

সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয় ?

44 / 50

সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয় ?

45 / 50

দুটি সংখ্যার গুণফল 324 এবং গ.সা.গু. 3 হলে, সংখ্যাদ্বয়ের ল.সা.গু. কত হবে ?

46 / 50

নীচে দেওয়া বিখ্যাত ব্যক্তিত্বদের নামের তালিকা থেকে ব্যতিক্রমী ব্যক্তিত্বটিকে চিহ্নিত করো।

47 / 50

" ইয়েলো বুক " এর সহিত কোন দেশটি সম্পর্ক আছে ?

48 / 50

ক্যালকুলাস কার আবিষ্কার ?

49 / 50

রাইটার্স বিল্ডিং কত সালে তৈরি হয় ?

50 / 50

যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কি ?

Your score is

0%

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Rana Sen

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment