LPG Gas E Kyc Online – রান্নার গ্যাসের আধার ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই গ্রাহকরা অনলাইনে ই-কেওয়াইসির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিচ্ছেন। তবে অনেকের মনে প্রশ্ন ছিল, এই নথি যাচাইয়ের শেষ তারিখ কবে?
প্রথমদিকে গত ৩১ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা হলেও পরবর্তীতে মৌখিকভাবে তা বাড়ানো হয়। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিতভাবে কিছু জানানো হয়নি। এবার এই বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী মুখ খুলেছেন।
LPG Gas E Kyc Online এর শেষ তারিখ কবে?
গত মঙ্গলবার কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথীসনের এক চিঠির উত্তরে এক্স হ্যান্ডেলে ই-কেওয়াইসি সংক্রান্ত জল্পনার অবসান ঘটান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী। মন্ত্রী জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্ট নির্মূল এবং বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে জালিয়াতি রোধ করতে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি ই-কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
LPG Gas E Kyc Online
প্রকৃত এলপিজি ব্যবহারকারীরা যাতে সঠিক পরিষেবা পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি আরো জানান, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ই-কেওয়াইসির কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো পর্যন্ত দেওয়া হয়নি।
বাড়িতে বসে গ্যাসের KYC করার নিয়ম গ্যাসের ই-কেওয়াইসি করার জন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই এটি করা সম্ভব। এর জন্য দুটি অ্যাপ ইন্সটল করতে হবে – ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং স্ক্যানার সুবিধাযুক্ত অ্যাপ। এছাড়া মোবাইলে এম আধারও থাকা প্রয়োজন।
মোবাইলে গ্যাসের KYC করার নিয়ম প্রথমে গ্যাস কানেকশনের ই-কেওয়াইসি করতে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করে নিজের প্রোফাইল তৈরি করুন। তারপর মেনু থেকে এলপিজি সেকশন বেছে নিয়ে ডোমেস্টিক এলপিজি কানেকশনে ক্লিক করুন।
সঙ্গে সঙ্গে এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে আধার কেওয়াইসি অপশনে ক্লিক করুন। আধার কেওয়াইসিতে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে টিক দিয়ে নিচের ফেস স্ক্যান অপশনে ক্লিক করুন।
এরপর ফোনে আরডি সার্ভিসের ব্যবস্থা করে প্লে স্টোর থেকে আধার ফেস আরডি অ্যাপ ইন্সটল করুন। ওই অ্যাপটি UIDAI দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য তৈরি। সেখানে ফেস স্ক্যান করে সাবমিট করুন। এভাবেই সম্পন্ন হবে গ্যাসের ই-কেওয়াইসি। সবশেষে, www.mylpg.in এই ওয়েবসাইটে গিয়ে ই-কেওয়াইসি জমা দিন। সেখানে এলপিজি সাবস্ক্রিপশন আইডি লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
Download Fresher Recruit Practice Set 2024 For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |