অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মক টেস্ট ০১ | ICDS Mock Test 2024

|
Facebook
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মক টেস্ট ০১ | ICDS Mock Test 2024

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসে। পূর্ববর্তী সময়ে এই পরীক্ষায় প্রধানত MCQ ধাঁচের প্রশ্ন ছিল। আজকের প্রস্তুতি সেটে ১০০টি গুরুত্বপূর্ণ MCQ ধরণের প্রশ্ন ও উত্তর সন্নিবেশিত করা হয়েছে, যা পরীক্ষার জন্য বিশেষ প্রাসঙ্গিক।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মক টেস্ট

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মক টেস্ট ০১

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মক টেস্ট

1 / 100

  1. মানবদেহের ডিওডিনাম কোন অংশে পাওয়া যায়?

2 / 100

9. ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয়?

3 / 100

  1. কোন্ প্রকার প্রাণীদেহে অসকিউলাম দেখা যায়?

4 / 100

7. 2019 -এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হল—

5 / 100

  1. পঞ্চায়েত এলাকায় একটি বাড়ির সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে?

6 / 100

  1. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ-স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে নাড়ির স্পন্দন কত হয়?

7 / 100

  1. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়?

8 / 100

3. ভারতের স্থলভাগের কত অংশ বন দ্বারা আবৃত আছে?

 

9 / 100

  1. কোন খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া রোগ হয়?

10 / 100

  1. গ্লোসিটিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়—

11 / 100

10. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন—

12 / 100

9. কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?

13 / 100

8. নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়?

14 / 100

7. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়?

15 / 100

6. ICMR -এর নির্দেশ অনুযায়ী খাদ্য তালিকায় প্রধান তিন প্রকার খাদ্য উপাদান কি পরিমাণে থাকা উচিত?

16 / 100

5. একজন স্বাভাবিক মানুষের BMI কত হওয়া উচিত?

17 / 100

4. ভারতের ’জাতীয় জনসংখ্যা নীতি’ কত সালে প্রণয়ন হয়?

18 / 100

3. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

19 / 100

2. বায়ু দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ)- আইন কত সালে প্রণয়ন হয়?

20 / 100

1. গ্রাম পঞ্চায়েতের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?

21 / 100

10. ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

22 / 100

9. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়?

23 / 100

8. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?

24 / 100

7. কুষ্ঠ রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

25 / 100

6. একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা কত?

26 / 100

5. গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রামিত হতে পারে?

27 / 100

4. ISRO -এর সদর দপ্তর হল—

28 / 100

3. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না—

29 / 100

2. 2019 সালে বিশ্ব শান্তির জন্য ‘নোবেল পুরস্কার’ পেলেন—

30 / 100

1. অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল—

31 / 100

10. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ’নাইট’ উপাধি পরিত্যাগ করেন—

32 / 100

9. ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক কাকে বলা হয়?

33 / 100

8. আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন?

34 / 100

7. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্য নোবেল পুরস্কার পাননি?

35 / 100

6. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল—

36 / 100

5. কত ডেসিবেলের অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?

37 / 100

4. ডিপথেরিয়া, হুপিং কাশি ও টিটেনাস রোগ প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?

38 / 100

3. জন্মের পর একটি শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত?

39 / 100

2. হেপাটাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়?

40 / 100

1. কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া প্রয়োজন?

41 / 100

10. অপটিক স্নায়ু হলো একটি—

42 / 100

9. ভারতের প্রাচীনকালে ’পঞ্চায়েত’ কথাটির প্রচলিত অর্থ কি ছিল?

43 / 100

8. পারদ দূষনের কারণে কি রোগ হয়?

44 / 100

7. মাড়ি ফোলা ও রক্ত পড়া কোন্ ভিটামিনের অভাবজনিত লক্ষণ?

45 / 100

6. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন—

46 / 100

5. একটি শিশুর প্রতি মিনিটে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার কত?

47 / 100

4. নিউমোনিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়?

48 / 100

3. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন?

49 / 100

2. হাম রোগের প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়?

50 / 100

1. ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে?

51 / 100

10. ভারতের ’পূর্বমুখী কর্ম’ নীতির সূচনা করেন—

52 / 100

9. ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?

53 / 100

8. বর্তমানে পঞ্চায়েতের কটি স্তর?

54 / 100

7. বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?

55 / 100

6. রক্তে কীসের উপস্থিতিতে ’Blue Baby’ উপসর্গ দেখা যায়?

56 / 100

5. সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে ”আন্তর্জাতিক বনবর্ষ” বলে ঘোষণা করেছিল?

57 / 100

4. আর্থারাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

58 / 100

3. একজন ভারতীয় মহিলার প্রত্যহ গড়ে কত পরিমান দুগ্ধক্ষরণ হয়?

59 / 100

2. এক বছরের কম বয়সী শিশুর পোলিও প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?

60 / 100

1. একজন মায়ের দুটি সন্তানের মধ্যে জন্মের ব্যবধান কমপক্ষে কত হওয়া উচিত?

61 / 100

10. শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল—

62 / 100

9. জেলা পরিষদের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?

63 / 100

8. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয়?

64 / 100

7. ঠোঁটের কোনে ও জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে?

65 / 100

6. পৃথিবীর কত অংশ বন দ্বারা আবৃত?

66 / 100

5. জন্মের পর শিশুর হৃদস্পন্দনের প্রবাহ প্রতি মিনিটে কত থাকে?

67 / 100

4. অ্যাজমা রোগ হলে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়—

68 / 100

3. আরকিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র?

69 / 100

2. যক্ষা রোগের প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—

70 / 100

1. মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল—

71 / 100

10. একটি সুস্থ শিশুর গায়ের তাপমাত্রা কত হওয়া উচিত?

72 / 100

9. টিটেনাস বা ধনুষ্টংকার প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—

73 / 100

8. কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল—

74 / 100

7. ম্যালেরিয়া রোগ ছাড়ায় কীসের দ্বারা?

75 / 100

6. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে কী হয়?

76 / 100

5. ম্যানগ্রোভের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির আবাসস্থল?

77 / 100

4. একটি লম্ববৃত্তাকার চোঙের কয়টি তল?

78 / 100

3. হৃৎপিন্ডে আবরণকারী পর্দার নাম কী?

79 / 100

2. ভারতের কোথায় প্রথম ICDS প্রকল্পটি চালু হয়?

80 / 100

1. যে জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে উঠানামা করে তার নাম কী?

81 / 100

10. যে কোনো প্রকার ডিমে থাকা ওমেগা 3 শরীরের কোন অঙ্গকে কার্যকর রাখতে সাহায্য করে?

82 / 100

9. পেলেগ্ৰা রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে?

83 / 100

8. ভারতবর্ষে কবে “National Forest Policy” চালু হয়?

84 / 100

7. কুটির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কী?

85 / 100

6. একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল?

86 / 100

5. মানবদেহে পরিপাকনালীর খাদ্য শোষণকারী অংশটি হল—

87 / 100

4. You should abide _____ the rules.

88 / 100

3. যক্ষা রোগের জীবানু সবচেয়ে বেশি আক্রমণ করে—

89 / 100

2. ICDS -এর ধারণাটি কোথা থেকে এসেছে?

90 / 100

1. পোলিও রোগটি ঘটে কার দ্বারা?

91 / 100

10. ম্যালেরিয়া রোগের কারণ কী?

92 / 100

9. উদ্ভিদের বৃদ্ধি-সহায়ক একটি হরমোন হল—

93 / 100

8. পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কত সালে পাশ হয়?

94 / 100

7. বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

95 / 100

6. কবে ‘জীববৈচিত্র্য’ পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়?

96 / 100

5. একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল থাকে?

97 / 100

4. কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য পরিচিত?

98 / 100

3. অস্থি এক প্রকার—

99 / 100

2. ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

100 / 100

1. একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কী?

Your score is

0%

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment