কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
জাদুঘরে কর্মী নিয়োগের প্রধান তথ্য:
- 🏢 কলকাতা জাদুঘরে কাজের দারুণ সুযোগ আছে।
- 📢 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
- 💼 যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
- 👫 পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য।
- 📝 আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য নিচে উল্লেখ করা হল।
- 📝 পদের নাম— Office Assistant Gr. III এবং Technical Assistant-A (Civil)
- 📚 মোট শূন্যপদ— ৬ টি।
- 💼 শিক্ষাগত যোগ্যতা— উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা প্রয়োজন।
- 💻 ইংরেজি ও হিন্দি ভাষায় টাইপিং দক্ষতা প্রয়োজন।
- 💵 মাসিক বেতন— ১৯,৯০০ টাকা থেকে শুরু।
- 🎓 বয়সসীমা— ৩৫ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
জাদুঘরে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি
- 📄 আবেদনের পদ্ধতি অফলাইনে।
- 🖨️ আবেদনপত্র নির্ধারিত ফর্মযুক্ত নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে হবে।
- ✏️ ফর্ম পুরণের জন্য প্রাথমিক তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
- 📅 প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে পূর্ণ অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।
- 🏢 সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি প্রতিষ্ঠানের দফতরে সবসময়ের আগে জমা দিতে হবে।
- 🧾 আবেদনের উপর শুল্ক প্রদানের অফার নেই।
জাদুঘরে কর্মী নিয়োগের জন্য আবেদন ফি
- প্রতিবন্ধী এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা আবেদন ফি প্রদান করবেন না। 💸
- ৮৮৫/- টাকা আবেদন ফি বাকিদের কোন প্রকার অফার নেই। 💰
- আবেদন ফি জমা করা যাবে “জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ” এর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। 🏛️
- মহিলা প্রার্থীরা আবেদন ফি বাদ দেয়া হবে। 👩🎓
- নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে আবেদন ফি জমা করার জন্য। 🔍
- আবেদন ফি প্রদানের শেষ তারিখ ২৫ মে, ২০২৩। 📅
জাদুঘরে কর্মী নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
National Council of Science Museums, 33 Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700 091
জাদুঘরে কর্মী নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ
১১ মার্চ, ২০২৪।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Online | Click Here |
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Click Here |
Download Fresher Recruit Practice Set 2024 For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |