০১ | গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? | নক্রেক |
০২ | ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? | গুজরাট |
০৩ | শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? | কর্ণাটক |
০৪ | কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? | জাপান |
০৫ | জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? | ক্রিকেট |
০৬ | রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? | ১৯৭১ সালে |
০৭ | অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? | নেপাল |
০৮ | কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? | মাদুরাই |
০৯ | গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? | মধ্যপ্রদেশ |
১০ | মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল? | ইয়াঙ্গুন |
১১ | কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? | মেঘালয় |
১২ | ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? | স্কটল্যান্ড |
১৩ | নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? | ১৯৫৮ সালে |
১৪ | ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? | কৃষ্ণা নদীতে |
১৫ | ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা? | পাঞ্জাব |
১৬ | ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? | তিস্তা নদী |
১৭ | রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? | আল্পস পর্বত |
১৮ | সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? | জম্মু ও কাশ্মীর |
১৯ | জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? | ১০ই সেপ্টেম্বর |
২০ | ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? | লিওপারগেল |
২১ | বানম কোন নদীর উপনদী? | চম্বল |
২২ | বানিহাল গিরিপথের অপর নাম কি? | জওহর সুড়ঙ্গ |
২৩ | ব্রোঞ্জে কি কি থাকে? | তামা ও টিন |
২৪ | সূর্য শিশির কোন ধরণের উদ্ভিদ? | পতঙ্গভুক |
২৫ | মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? | অস্থি মজ্জা |
২৬ | হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে? | কপার |
২৭ | শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় কোন শিলায়? | গ্রানাইট শিলায় |
২৮ | সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? | মহাত্মা গান্ধী |
২৯ | কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কবে? | ১৮৫৯ সালে |
৩০ | আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত? | আজমির |
৩১ | গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? | বুদ্ধগয়া |
৩২ | কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে? | কার্বোনেশন প্রক্রিয়া |
৩৩ | খলজি বিপ্লব হয়েছিল কবে? | ১২৯০ সালে |
৩৪ | নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? | মহাপদ্ম নন্দ |
৩৫ | ব্লাকফুট ডিজিস হয়ে থাকে কীসের প্রভাবে? | আর্সেনিকের প্রভাবে |
৩৬ | আধুনিক কোষ তত্ত্বের জনক কে? | ম্যাথিয়াস স্নাইডেন ও থিয়োডোর সোয়ান |
৩৭ | অণুচক্রিকার প্রধান কাজ কি? | রক্ততঞ্চনে সহায়তা করা |
৩৮ | জলের অসমসত্ত্ব মিশ্রণকে কি বলা হয়? | প্রলম্বন |
৩৯ | পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে কি বলে? | কাইম |
৪০ | কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল? | আসাম |
৪১ | গান্ধিজিকে মহত্মা নামে অভিহিত করেন কে? | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪২ | এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? | ১৭৮৪ সালে |
৪৩ | উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? | মার্কিন ভূবিজ্ঞানী |
৪৪ | উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে? | ইথিলিন |
৪৫ | গমের মধ্যে মরিচা রোগ কিসের ফলে হয়? | পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে |
৪৬ | গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? | ড. এডওয়ার্ড জেনার |
৪৭ | মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? | থাইমাস |
৪৮ | পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে কি বলা হয়? | এন্টোমেফিলি |
৪৯ | সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে কি বলা হয়? | ডিপ্লোজোম |
৫০ | মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? | প্রোটামিন |