জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions Answers in Bengali Part 01

|
Facebook
General Knowledge Questions Answers

General Knowledge Questions Answers শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার জন্যই নয়, এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিনের সমস্যার সমাধান থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত গ্রহণ, সর্বত্রই সাধারণ জ্ঞান আমাদের সাহায্য করে।

বাংলা সাধারণ জ্ঞান প্রশ্নাবলী(General Knowledge Questions Answers)

ক্র.নংপ্রশ্নউত্তর
০১গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?নক্রেক
০২ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?গুজরাট
০৩শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?কর্ণাটক
০৪কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়?জাপান
০৫জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত?ক্রিকেট
০৬রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?১৯৭১ সালে
০৭অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত?নেপাল
০৮কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়?মাদুরাই
০৯গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত?মধ্যপ্রদেশ
১০মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল?ইয়াঙ্গুন
১১কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?মেঘালয়
১২ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে?স্কটল্যান্ড
১৩নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?১৯৫৮ সালে
১৪ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়?কৃষ্ণা নদীতে
১৫ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা?পাঞ্জাব
১৬ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী?তিস্তা নদী
১৭রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়?আল্পস পর্বত
১৮সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?জম্মু ও কাশ্মীর
১৯জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়?১০ই সেপ্টেম্বর
২০ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?লিওপারগেল
২১বানম কোন নদীর উপনদী?চম্বল
২২বানিহাল গিরিপথের অপর নাম কি?জওহর সুড়ঙ্গ
২৩ব্রোঞ্জে কি কি থাকে?তামা ও টিন
২৪সূর্য শিশির কোন ধরণের উদ্ভিদ?পতঙ্গভুক
২৫মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়?অস্থি মজ্জা
২৬হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে?কপার
২৭শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় কোন শিলায়?গ্রানাইট শিলায়
২৮সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন?মহাত্মা গান্ধী
২৯কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কবে?১৮৫৯ সালে
৩০আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত?আজমির
৩১গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন?বুদ্ধগয়া
৩২কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে?কার্বোনেশন প্রক্রিয়া
৩৩খলজি বিপ্লব হয়েছিল কবে?১২৯০ সালে
৩৪নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?মহাপদ্ম নন্দ
৩৫ব্লাকফুট ডিজিস হয়ে থাকে কীসের প্রভাবে?আর্সেনিকের প্রভাবে
৩৬আধুনিক কোষ তত্ত্বের জনক কে?ম্যাথিয়াস স্নাইডেন ও থিয়োডোর সোয়ান
৩৭অণুচক্রিকার প্রধান কাজ কি?রক্ততঞ্চনে সহায়তা করা
৩৮জলের অসমসত্ত্ব মিশ্রণকে কি বলা হয়?প্রলম্বন
৩৯পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে কি বলে?কাইম
৪০কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল?আসাম
৪১গান্ধিজিকে মহত্মা নামে অভিহিত করেন কে?রবীন্দ্রনাথ ঠাকুর
৪২এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?১৭৮৪ সালে
৪৩উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন?মার্কিন ভূবিজ্ঞানী
৪৪উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে?ইথিলিন
৪৫গমের মধ্যে মরিচা রোগ কিসের ফলে হয়?পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে
৪৬গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন?ড. এডওয়ার্ড জেনার
৪৭মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি?থাইমাস
৪৮পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে কি বলা হয়?এন্টোমেফিলি
৪৯সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে কি বলা হয়?ডিপ্লোজোম
৫০মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে?প্রোটামিন
Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Rana Sen

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment