In this post, I am sharing a General Knowledge Questions Answers that contains 150 carefully selected questions and answers. This Q&A will be highly helpful for your preparation for various job exams.
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions Answers
২০১. টেলিফোন আবিষ্কার করেন – গ্রাহাম বেল।
২০২. সাদা শহর বলা হয় – বেলগ্রেডকে।
২০৩. হিউয়েন সাঙ ভারতে আসেন – হর্ষবর্ধনের শাসনকালে।
২০৪. নীলদর্পণ নাটকের রচয়িতা – দীনবন্ধু মিত্র।
২০৫. পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় – ১৮৫৩ খ্রিস্টাব্দে।
২০৬. ভারতে নৌবিদ্রোহ হয় – ১৯৪৬ খ্রিস্টাব্দে।
২০৭. লৌহমানব নামে পরিচিত – সর্দার বল্লভ ভাই প্যাটেল।
২০৮. পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতুকল্পের নাম – বোরন।
২০৯. পায়রার মূত্রে বেশি পরিমাণে থাকে – ইউরিক অ্যাসিড।
২১০. এককের SI পদ্ধতি চালু হয় – ১৯৬০ খ্রিস্টাব্দে।
২১১. তড়িৎ পরিবাহিতার একক – সিমেন্স।
২১২. নিউটনের প্রথম সূত্র হতে ধারণা পাওয়া যায় – জড়তার।
২১৩. ছত্রাক বিদ্যাকে বলা হয় – মাইকোলজি।
২১৪. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় – চার্লসের সূত্র থেকে।
২১৫. তাপের উত্তম শোষক – কালো অমসৃণ তল।
২১৬. সেলসিয়াস স্কেলে ৪০০K উষ্ণতার মান – ১২৭°C
২১৭. একটি মূলবিহীন উদ্ভিদের নাম – আইকরনিয়া।
২১৮. মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ হয় – ধমনিতে।
২১৯. ভারতের প্রধান বিচারপতি অবসর নেন – ৬৫ বছর বয়সে।
২২০. স্বাধীন ভারতে সুপ্রিমকোর্ট গঠিত হয় – ১৯৫০ সালে।
২২১. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি।
২২২. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন – ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
২২৩. ‘বাংলার বাঘ’ বলা হয় – আশুতোষ মুখার্জীকে।
২২৪. পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।
২২৫. ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন – পঞ্চম জর্জ।
২২৬. ফরাসি বিপ্লব সংঘটিত হয় – ১৭৮৯ সালে।
২২৭. মাওরি কোন দেশের উপজাতি – নিউজিল্যান্ড।
২২৮. ‘গঙ্গাস্তোত্রম’ এর রচয়িতা হলেন – শ্ৰীশঙ্করাচার্য।
২২৯. বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – দিল্লীতে।
২৩০. ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিল – দৌলত খাঁ লোদী।
২৩১. সুলতানি যুগের প্রথম “প্রকৃত রাজা” ছিলেন – ইলতুৎমিস।
২৩২. আলেকজান্ডার ভারতে ছিলেন – ১৯ মাস।
২৩৩. ঘানা পাখিরালয় অবস্থিত – রাজস্থানে।
২৩৪. ভারতের বৃহত্তম লৌহ–ইস্পাত কেন্দ্র – ভিলাই।
২৩৫. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল – নক্রেক।
২৩৬. ভেম্বনাদ কয়াল অবস্থিত – কেরালায়।
২৩৭. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম – আরাবল্লী।
২৩৮. দাক্ষিণাত্যের সবচেয়ে বড়ো নদী – গোদাবরী।
২৩৯. ‘ইন দি লাইন অফ ফায়ার’ বইটি লিখেছেন – পারভেজ মুশারফ।
২৪০. অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় – ১১ই ফেব্রুয়ারী ১৯২২ খ্রি.।
২৪১. পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় – ১৯৫৪ সালে।
২৪২. ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন – অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
২৪৩. সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন – হরিষেণ।
২৪৪. গীতগোবিন্দ রচনা করেন – জয়দেব।
২৪৫. লাখ বক্স নামে পরিচিত ছিলেন – কুতুবউদ্দিন আইবক।
২৪৬. রক্তকবরী নাটকটি লিখেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪৭. অবাক জলপান নাটকটি লিখেছেন – সুকুমার রায়।
২৪৮. চীনের বৃহত্তম বন্দরের নাম – সাংহাই।
২৪৯. হায়দ্রাবাদ অবস্থিত – মুসী নদীর তীরে।
২৫০. ইস্ট্রোজেন নামক হরমোনটি নিঃসৃত হয় – ডিম্বাশয় থেকে।
২৫১. ভাইয়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত ছিল – পাঞ্জাবে।
২৫২. সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন – গুরু অর্জুন সিংহের।
২৫৩. ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন – বাদাউনী।
২৫৪. ভারত কেশরী কাপ যুক্ত – কুস্তি খেলার সাথে।
২৫৫. ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন – আশাপূর্ণা দেবী।
২৫৬. মেঘালয়ের রাজধানীর নাম – শিলং।
২৫৭. ভারতের দীর্ঘতম সমুদ্রতট – মেরিনা।
২৫৮. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা – তিন স্তরীয়।
২৫৯. কাদম্বরী গ্রন্থের রচয়িতা – বাণভট্ট।
২৬০. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় – মরফিন।
২৬১. গ্লাইকোজেন সঞ্চিত থাকে – যকৃতে।
২৬২. আমিনি কমিশন গঠন করেন – ওয়ারেন হেস্টিংস।
২৬৩. নন্দ বংশের প্রতিষ্ঠাতা – মহাপদ্ম নন্দ।
২৬৪. মৃচ্ছকটিক নাটক রচনা করেন – শূদ্রক।
২৬৫. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন – ইন্দিরা গান্ধী।
২৬৬. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় – ১৭৫৭ খ্রিস্টাব্দে।
২৬৭. পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম – তিরিচমির।
২৬৮. বিখ্যাত রচনা ‘মানব জমিন’ এর লেখক – শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
২৬৯. মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় – চিংড়ি, আরশোলা, শামুক।
২৭০. নীল নদ পতিত হয়েছে – ভূমধ্যসাগরে।
২৭১. একক সময়ে বস্তুর সরণকে বলা হয় – বেগ।
২৭২. খৈতান ট্রফি যুক্ত – দাবা খেলার সঙ্গে।
২৭৩. অষ্টদিগগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন – কৃষ্ণদেব রায়।
২৭৪. নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন – ১৯৪১ সালে।
২৭৫. অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন – মহাত্মা গান্ধী।
২৭৬. ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন – সাহিত্যিক অমিতাভ ঘোষ।
২৭৭. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় – লাহোর অধিবেশনে।
২৭৮. বাংলার মুকুটহীন রাজা বলা হয় – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
২৭৯. নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে – ৩২৪ নং ধারায়।
২৮০. ওস্তাদ আলী আকবর খান যুক্ত – সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে।
২৮১. ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল – বাদাম।
২৮২. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি – লুইপা।
২৮৩. সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় – হার্বাট স্পেন্সরকে।
২৮৪. গ্রিনিচ মান মন্দির অবস্থিত – যুক্তরাজ্যে।
২৮৫. আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন – অরবিন্দ ঘোষ।
২৮৬. গদর পার্টির জন্ম হয় – আমেরিকায়।
২৮৭. প্রথম ভারতীয় আই.সি.এস. হয়েছিলেন – সত্যেন্দ্রনাথ ঠাকুর।
২৮৮. কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্ধ দেখা যায় – সুরাট অধিবেশনে।
২৮৯. বিধবা বিবাহ আইন পাশ হয় – ১৮৫৬ সালে।
২৯০. বাণিজ্য বায়ু বলা হয় – আয়নবায়ুকে।
২৯১. অযোধ্যা শহরটি অবস্থিত – সরযূ নদীর তীরে।
২৯২. ‘City of Lakes’ নামে পরিচিত – উদয়পুর।
২৯৩. রক্ততঞ্চন ব্যাহত হয় – ভিটামিন K এর অভাবে।
২৯৪. আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় তা হল – গলগণ্ড।
২৯৫. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন – ১৭৩৯ সালে।
২৯৬. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮৩৫ সালে।
২৯৭. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন – কেশবচন্দ্র সেন।
২৯৮. পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম – ল্যাকটিক অ্যাসিড।
২৯৯. বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছে – সোফিয়া।
৩০০. মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত – সগরমাথা নামে।
৩০১. বালির প্রধান উপাদান – সিলিকা।
৩০২. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম – লুইস ব্রাউন।
৩০৩. এলাহাবাদ প্রশস্তি রচনা করেন – সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।
৩০৪. বাল গঙ্গাধর তিলককে ‘ভারতের হীরে’ বলে সম্বোধন করেছিলেন – গোপাল কৃষ্ণ গোখলে।
৩০৫. খিলাফৎ দিবস উদযাপিত হয় – ১৯১৯ এর ১৭ই অক্টোবর।
৩০৬. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় – উডের ডেসপ্যাচকে।
৩০৭. মাইকেল ও ডায়ার কে ইংল্যান্ডে হত্যা করেন – বিপ্লবী উধম সিং।
৩০৮. ‘Kingdom of God’ এর লেখক – লিও টলস্টয়।
৩০৯. বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে – নাইট্রোজেন গ্যাস।
৩১০. রাজ্যের লোকসেবা আয়োগের সদস্যদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি।
৩১১. ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা – অ্যাটর্নি জেনারেল।
৩১২. বৃষ্টির জলে থাকে – ভিটামিন বি।
৩১৩. রিকেটস রোগ হয় – ভিটামিন ডি এর অভাবে।
৩১৪. পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হল – আঙ্করভাট মন্দির।
৩১৫. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ – মাউন্ট এভারেস্ট।
৩১৬. পৃথিবীর বৃহত্তম মহাদেশ – এশিয়া।
৩১৭. বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন – এস এস হুইলার।
৩১৮. পৃথিবীর বৃহত্তম হ্রদ – কাস্পিয়ান।
৩১৯. জিকা ভাইরাস ছড়ায় – মশার মাধ্যমে।
৩২০. সূর্যোদয়ের দেশ বলা হয় – জাপানকে।
৩২১. পৃথিবীর ছাদ বলা হয় – পামির মালভূমিকে।
৩২২. নিশীথ সূর্যের দেশ বলা হয় – নরওয়েকে।
৩২৩. মসজিদের শহর বলা হয় – ঢাকাকে।
৩২৪. গুপ্তযুগে ‘উত্তর রামচরিত’ নাটক রচনা করেছিলেন – ভবভূতি।
৩২৫. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হত – গ্রামণী।
৩২৬. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান।
৩২৭. ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন – মিতালি রাজ।
৩২৮. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান – ভারতের।
৩২৯. স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ – চীন।
৩৩০. তাহরির স্কয়ার অবস্থিত – মিশরের কায়রোতে।
৩৩১. ফরাসি বিপ্লব সংঘটিত হয় – ১৭৮৯ সালে।
৩৩২. হাজার হ্রদের দেশ বলা হয় – ফিনল্যান্ডকে।
৩৩৩. ‘আইফেল টাওয়ার’ অবস্থিত – প্যারিসে।
৩৩৪. বিশ্বের গভীরতম খাল – পানামা খাল।
৩৩৫. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে – জিব্রাল্টার প্রণালী।
৩৩৬. NATO এর সদর দপ্তর অবস্থিত – বেলজিয়ামে।
৩৩৭. বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম – লাইব্রেরি অফ কংগ্রেস।
৩৩৮. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৭৮৪ খ্রিস্টাব্দে।
৩৩৯. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন – স্বামী দয়ানন্দ সরস্বতী।
৩৪০. হাওয়া মহল অবস্থিত – জয়পুরে।
৩৪১. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন – প্রফুল্লচন্দ্র ঘোষ।
৩৪২. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন – সরোজিনী নাইডু।
৩৪৩. মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম – ফিমার।
৩৪৪. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম – যকৃত।
৩৪৫. স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত – নিউইয়র্কে।
৩৪৬. জাপানের প্রচলিত কুস্তির নাম – সুমো।
৩৪৭. গঙ্গা নদী পতিত হয়েছে – বঙ্গোপসাগরে।
৩৪৮. বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (গালফ হিসেবে) হল – মেক্সিকো উপসাগর।
৩৪৯. ‘গদর পার্টি’ প্রতিষ্ঠা করেন – লালা হরদয়াল।
৩৫০. ‘রাখীবন্ধন’ উৎসবের উদ্যোক্তা হলেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
Important Links
Practice Set For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |