রাজ্যের লোকসভা ভোটের আগে বহু চাকরি, প্রকল্পের বিজ্ঞপ্তি জানানো হয়েছে। মার্চ মাসে প্রথম সপ্তাহ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ১ লক্ষ্য সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করবেন। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সংবাদমাধ্যম এবং টুইটারে।
সত্যিই কি নিয়োগ হবে ভলেন্টিয়ার পদে? সাধারণ ভাবে মানুষের মনে সন্দেহ থাকে। এই ব্লগে বলা হচ্ছে এই পদে নিয়োগের বিষয়ে গোপন রহস্য।
নিয়োগ সম্পর্কে জানতে ব্লগটি প্রথম থেকে ভালোভাবে পড়তে হবে। চাকরি প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আবেদন করার সুযোগ আছে।
Civic Volunteers Recruitment News
রাজ্যে ১ লক্ষ্য চাকরি প্রার্থী নিয়োগ করা হবে এবং সেভিক ভলেন্টিয়ারদের পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
Civic Volunteers Recruitment News: যুবক-যুবতীদের জন্য নতুন চাকরির সুযোগ!
এখন থেকে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিযুক্তি হবে। এই চাকরিতে আবার রিটারের পর নিযুক্ত প্রার্থীদের জন্য পেনশনও দেওয়া হবে। এই খবরে সব বেকার যুবক-যুবতীরা মনে জাগিয়ে আশার আলো, এবং সবাই এই খবরে খুব খুশি।
পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারের দ্বারা ঘোষণা দেওয়া হয়েছে যে, তারা কোনো সেভিক ভলেন্টিয়ার বা জুনিয়র কনস্টেবল নিয়োগ করবেন না। এ সম্বন্ধে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি না তাদের দ্বারা।
We have chanced upon a news item in a portal that one lakh civic volunteers will be recruited soon in West Bengal Police. This is to clarify that no such decision has been made till date.
— West Bengal Police (@WBPolice) March 13, 2024
পশ্চিমবঙ্গ পুলিশের কর্ম সংবাদ পেতে বিচক্ষণ যুবক-যুবতীরা ইন্টারনেটে পাওয়া এই ধরনের খবর বিশ্বাস করা যাবে না এবং তারা যে কোন ধরনের চাকরি সংক্রান্ত অভিযোগ দেখলে তা তাড়াতাড়ি আবেদন না করে আগে যাচাই করবে।
আমরা এই রিপোর্টে আপনাদের সাথে সত্যিকারের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। সঠিক সংবাদ পেতে এই ওয়েবসাইটটি ফলো রাখুন।
IMPORTANT LINKS
Civic Volunteers Recruitment News
Download Fresher Recruit Test For Free Test | Click Here | |||
---|---|---|---|---|
Other Post | Click Here | |||
Join Facebook Group | Click Here | |||
Join Telegram Channel | Click Here | |||
Official Notification | Click Here | |||
Web Stories | Click Here |