BSNL WB Recharge Plan – দেশের শীর্ষ টেলিকম কোম্পানিগুলি হঠাৎ করে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। তাই ফোন চালু রাখতে ও বিভিন্ন প্রয়োজনে রিচার্জ করতেই হবে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষদের।
কিন্তু BSNL খুব কম দামে রিচার্জ পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষের জন্য। তাই দেশের শীর্ষ টেলিকম কোম্পানিগুলি ছাড়াও BSNL বেছে নিতে পারেন আপনিও।
রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া, প্রত্যেকটি টেলিকম কোম্পানি নিজেদের মোবাইল ট্যারিফ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে। প্রায় ২৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটি রিচার্জের।
BSNL WB Recharge Plan
এরই মধ্যে মধ্যবিত্তের জন্য আশার আলো BSNL বা ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড। মাত্র ১৯ টাকা রিচার্জ করে এক মাস পর্যন্ত ফোন চালাতে পারবেন। মূল্য বৃদ্ধির বাজারেও BSNL এর রিচার্জ প্ল্যান হলো সব থেকে সাশ্রয়ী।
ভারত সরকার পরিচালিত এই কোম্পানি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে রিচার্জ প্ল্যান নিয়ে আসে। ৫০ টাকার নিচেও রয়েছে বেশ কিছু প্ল্যান। কোম্পানির সবথেকে কম দামের প্ল্যান হলো ১৯ টাকার রিচার্জ প্ল্যান। মাত্র ১৯ টাকা রিচার্জ করলে এক মাসের জন্য নিশ্চিন্ত থাকুন।
BSNL এর ১৯ টাকার (BSNL WB Recharge Plan) এই রিচার্জ প্লানে ২০ পয়সা হারে মোবাইল কলিং এর সুবিধা পাবেন গ্রাহকরা। রিচার্জের টাকা শেষ হয়ে গেলেও পুরো ৩০ দিনের জন্য ইনকামিং কল চালু থাকবে আপনার মোবাইল নম্বরে।
তবে ১৯ টাকার সর্বনিম্ন রিচার্জ প্ল্যান ছাড়াও BSNL কোম্পানির ২২ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের মাধ্যমে ৯০ দিন অর্থাৎ তিন মাস কলিং সুবিধা মিলবে।
শুধু তাই নয়, ২২ টাকার এই রিচার্জ প্লানে পাওয়া যাবে এসটিডি কলিং এর সুবিধা। সেক্ষেত্রে ৩০ পয়সা প্রতি মিনিটে চার্জ করা হবে।
তবে এই দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কোনো রকম ইন্টারনেট পরিষেবা পাবেন না গ্রাহকরা। BSNL এর ইন্টারনেট সহ কলিং পরিষেবা দেওয়া হয় মাত্র ৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মাধ্যমে। সেক্ষেত্রে ২০ দিনের জন্য মোট ১০০ মিনিটের কলিং সুবিধা এবং ১ জিবি মোবাইল ডেটা পাবেন গ্রাহকরা।
জিও, এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া রিচার্জ করতে গিয়ে যেসব গ্রাহকরা হিমশিম খাচ্ছেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যেই এই কোম্পানির যে প্ল্যানগুলি রয়েছে সেই রিচার্জ প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করুন এবং সাশ্রয় করুন। BSNL কোম্পানির এই রিচার্জ প্ল্যানগুলি প্রত্যেকটি অত্যন্ত লাভজনক।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |
Khub valo post