BECIL New Recruitment 2024 – BECIL দপ্তরে নতুন নিয়োগ। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারে। কোন পদে নিয়োগ হবে? কোন বয়সের মানুষ আবেদন করতে পারবে? মাসিক বেতনটি কত? সব বিষয় সহজে বুঝতে এই ব্লগটি দেখুন।
নিয়োগ সংস্থা | Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
পদের নাম | DEO, MTS, IT Person |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন এর মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৩.২০২৪ |
পদের নাম এবং বেতন (BECIL New Recruitment 2024)
- পদের নাম: DEO, MTS, IT Person
- বয়স সীমা:
- ১৮ থেকে ৪০ বছর প্রার্থীদের অ্যাপ্লিকেশন প্রদান করা যাবে।
- পদ ও তাদের বেতন:
- DEO: ২৫,৭৯২/- প্রতিমাস।
- MTS: ২১,৬৩২/- প্রতিমাস।
- IT Person: ৩৫,০০০/- প্রতিমাস।
শিক্ষাগত যোগ্যতা (BECIL New Recruitment 2024)
- DEO:
- গ্রাজুয়েশন পাশ থাকতে হবে।
- কম্পিউটারের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংলিশ টাইপিংয়ে ৩৫ টি ওয়ার্ড WPM তোলার ক্ষমতা থাকতে হবে।
- MTS:
- উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
- IT Person:
- প্রার্থীদের অতি অবশ্যই M.tech /BCA কম্পিউটার সাইন্স নিয়ে ডিগ্রি থাকতে হবে।
- ১-২ বছরের ভিডিও কনফারেন্স এবং নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট এ দক্ষতা থাকতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে?
আমি এই তথ্য পেয়েছি www.becil.com ওয়েবসাইট থেকে আপনাদের সামনে রেখেছি এই তথ্যগুলি। আবেদন করার আগে, আপনাদেরকে অবশ্যই সব তথ্য চেক করে নিতে হবে। আবেদনের জন্য প্রস্তুত থাকার পরেই আবেদন করবেন।
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হলে সবথেকে প্রথমে অনলাইনে সংস্থার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর ঠিকমতো সব তথ্য পূরণ করে অনলাইন ফর্ম সাবমিট করতে হবে।
- সেইমসময় সুনিশ্চিত করতে হবে আবেদনের সহিত প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করা হয়েছে।
- শেষে, নির্দিষ্ট তারিখ এবং সময় এর মধ্যে পূর্ণ আবেদনের সম্প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।
- সম্পর্কে আরো জানতে সংস্থার ওয়েবসাইট থেকে ধারণ করে, অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড এবং পড়ে দেখার জন্য একটি ধারণা করুন।
গুরুত্বপূর্ন তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশিত: ১২-০৩-২০২৪
- আবেদন শেষ: ২৫-০৩-২০২৪
এই ওয়েবসাইট fresherrecruit.in শুধু ছাত্র – ছাত্রীদের জন্য সরকারি চাকরি, সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি থেকে আপডেট দেয়। তাদের কোনও নিয়োগ কর্মসূচি নেই এবং নিয়োগ চলাচল নিয়ন্ত্রণ করে না। এটা সমস্ত ভারত থেকে খবর সংগ্রহ করে প্রকাশ করে। তারা সর্বদা সঠিক আপডেট প্রকাশ করার চেষ্টা করে, তবুও অন্য কোন গোলমাল হতে পারে। তাই আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা সঠিকভাবে আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন যাচাই করুন।
IMPORTANT LINKS
BECIL New Recruitment 2024
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | Click Here | |||
---|---|---|---|---|
Download Fresher Recruit Test For Free Mock Test | Click Here | |||
Other Post | Click Here | |||
Join Facebook Group | Click Here | |||
Join Telegram Channel | Click Here | |||
Official Notification | Click Here | |||
Apply Online | Click Here |