অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর 2025 | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali

|
Facebook
Ayodhya Ram Mandir GK Question Answer

আজকের এই পোস্টে অযোধ্যা রাম মন্দির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে। সুতরাং দেরি না করে প্রশ্ন গুলি দেখে নাও।

অযোধ্যা রাম মন্দির জিকে প্রশ্ন-উত্তর | Ayodhya Ram Mandir GK Question Answer

১. অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

২. অযোধ্যার প্রাচীন নাম কী?
উত্তরঃ ফৈজাবাদ।

৩. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ নদী।

৪. অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কী?
উত্তরঃ ২০২৪ সালের ২২শে জানুয়ারি।

৫. রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি?
উত্তরঃ লারসেন অ্যান্ড টুব্রো (L&T)।

৬. রাম মন্দিরের মোট বাজেট কত?
উত্তরঃ ১৮০০ কোটি টাকা।

৭. রাম মন্দির নির্মাণে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে?
উত্তরঃ ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত ৯০০ কোটি টাকা খরচ হয়েছে।

৮. অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন?
উত্তরঃ চন্দ্রকান্ত সোমপুরা।

৯. রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে?
উত্তরঃ ২০২০ সালের মে মাসে।

১০. অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়?
উত্তরঃ ২০২০ সালের ৫ই আগস্ট।

১১. রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান কে?
উত্তরঃ নৃত্যগোপাল দাস।

১২. শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে?
উত্তরঃ চম্পত রায়।

১৩. অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম কী?
উত্তরঃ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

১৪. রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করছেন?
উত্তরঃ বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত।

১৫. অযোধ্যা রাম মন্দিরে কোন পাথর ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার পাথর।

১৬. রাম মন্দিরের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩৮০ ফুট।

১৭. রাম মন্দিরের প্রস্থ কত?
উত্তরঃ ২৫০ ফুট।

১৮. রাম মন্দিরের উচ্চতা কত?
উত্তরঃ ১৬১ ফুট।

১৯. রাম মন্দিরটি কত তলবিশিষ্ট?
উত্তরঃ তিনতলা।

২০. অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে?
উত্তরঃ বেলেপাথর।

২১. মন্দিরের স্থানের এলাকা কত?
উত্তরঃ ২.৭ একর।

২২. অযোধ্যার বিতর্কিত জমির আয়তন কত?
উত্তরঃ ২.৭৭ একর।

২৩. রাম মন্দির নির্মাণে কতদিন সময় লেগেছে?
উত্তরঃ প্রায় সাড়ে তিন বছর।

২৪. রাম মন্দির মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ২০১৯ সালের ৯ই নভেম্বর।

২৫. রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল?
উত্তরঃ পাঁচজন।

২৬. রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ রঞ্জন গগৈ।

২৭. রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়?
উত্তরঃ ২০২০ সালের ৫ই আগস্ট।

২৮. রাম মন্দিরের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছেন?
উত্তরঃ নরেন্দ্র মোদী।

২৯. বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন?
উত্তরঃ বাবরের সেনাপতি মীর বাকি।

৩০. বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫২৮ সালে।

এই প্রশ্নোত্তরগুলি তোমার বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। প্রয়োজনে এগুলি সংরক্ষণ করে রেখো।

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Rana Sen

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment