আজকের পোস্টে আমি SSC GD Constable বিগত বছরের প্রশ্ন শেয়ার করছি, যেখানে SSC GD কনস্টেবল পরীক্ষার জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ের অংশ থেকে ৫০টি প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে।
যেহেতু পূর্বে পরীক্ষাটি হিন্দি ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হয়েছিল, আমরা ধাপে ধাপে সেই প্রশ্নগুলিকে বাংলায় অনুবাদ করে তোমাদের সাথে শেয়ার করে যাবো। তাই এই পর্বের প্রশ্নোত্তরগুলো দেখে নাও।
SSC GD Constable Previous Year Questions Bengali :
এখানে SSC GD কনস্টেবল বিগত বছরের প্রশ্নোত্তর গুলো দেয়া হল:
# | প্রশ্ন | উত্তর |
---|---|---|
১ | দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ? | গোদাবরী |
২ | পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরটি পাওয়া যায় ? | স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে |
৩ | কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব Paani Foundation এর প্রতিষ্ঠাতা ? | আমীর খান |
৪ | বিজয় অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত ? | লন টেনিস |
৫ | আগত শীতকালীন অলিম্পিক ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ? | বেইজিং |
৬ | ভারতে ফরাসি উপনিবেশের রাজধানী কোথায় ছিল ? | পন্ডিচেরিতে |
৭ | ইন্ডিয়া এয়ারলাইন্সের কো-ফাউন্ডারের নাম কি ? | রাহুল ভাটিয়া |
৮ | ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ তলাতল ঘর ভারতের কোন রাজ্যে অবস্থিত ? | আসাম |
৯ | জাতীয় খাদ্য সুরক্ষা আইন কবে পাশ হয় ? | ২০১৩ সালে |
১০ | হারেলি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ? | ছত্তিশগড় |
১১ | কোন রোগটি শূকরের মাধ্যমে ছড়ায় ? | সোয়াইন ফ্লু |
১২ | The Legend of Lakshmi Prasad বইটি কে লিখেছেন ? | টুইংকেল খান্না |
১৩ | থেইয়াম কোন রাজ্যের প্রচলিত নৃত্য ? | কেরালা |
১৪ | কোন ভারতরত্ন পুরস্কার প্রাপকের জন্মদিনে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় ? | বিধানচন্দ্র রায় |
১৫ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? | স্যাডল পিক |
১৬ | ক্লোরোফর্ম এর সংকেত কি ? | CHCl3 |
১৭ | টিবিয়া কোথায় থাকে ? | পায়ে |
১৮ | সিমেন্স কীসের একক ? | তড়িৎ পরিবাহিতার |
১৯ | ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকাটির ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ? | অস্ট্রেলিয়া |
২০ | প্রো-কবাডি লিগ ২০১৮ ফাইনালে কোন দল জয় লাভ করেছিল ? | ব্যাঙ্গালুরু বুলস |
২১ | মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত ? | ঝাড়খণ্ড |
২২ | বেল মেটাল এর উপাদানগুলি কি কি ? | তামা ও টিন |
২৩ | ফ্যারাডে কিসের একক ? | ধারকত্বের |
২৪ | সায়ানোজেন এর ফর্মুলা কি ? | C2N2 |
২৫ | Pro Wrestling League 2018 বিজয়ী দলের নাম কি ? | পাঞ্জাব রয়্যালস |
২৬ | ছত্তিশগড়ে প্রচলিত একটি নৃত্যের নাম কি ? | রাউৎ নাচা |
২৭ | কোন সংস্কৃত পণ্ডিত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ? | পাণ্ডুরঙ্গ বামান কানে |
২৮ | সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? | ধূপগড় |
২৯ | Small Is Beautiful – বইটি কে লিখেছেন ? | ই. এফ. স্কুমাচার |
৩০ | গাঙ্গাউর কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? | রাজস্থান |
৩১ | থর মরুভূমির একমাত্র নদীর নাম কি ? | লুনি |
৩২ | Monr কোন ভারতীয় ভাষার অপর একটি নাম ? | Angami |
৩৩ | ‘Sacred Games’ এর লেখক কে ? | বিক্রম চন্দ্র |
৩৪ | কোন ভারতীয় এশিয়ান গেমস ২০১৮ তে মেন’স শট পুটে সোনা জিতেছিল ? | তাজিন্দরপাল সিং |
৩৫ | ব্যোমকেশ বক্সী গল্পের লেখক কে ? | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
৩৬ | আন্ডার ১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৮ এর ফাইনালে ভারত কোন দেশের মুখোমুখী হয়েছিলো ? | অস্ট্রেলিয়া |
৩৭ | মঙ্গল গ্রহের পরিবেশে অধিক পরিমাণে রয়েছে – | কার্বন ডাই অক্সাইড |
৩৮ | ভারতের সংবিধানে ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয় ? | অস্ট্রেলিয়া |
৩৯ | হাতি কোন ভারতীয় রাজনৈতিক পার্টির চিহ্ন ? | বহুজন সমাজ পার্টি |
৪০ | ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড টাইটেল কে জিতেছিল ? | ডায়ানা হেইডেন |
৪১ | ভাংরা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ? | পাঞ্জাব |
৪২ | তামা, জিঙ্ক ও নিকেল কোন সংকর ধাতুর উপাদান ? | জার্মান সিলভার |
৪৩ | গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কী জমা হয় ? | জিঙ্ক |
৪৪ | সৌর কোষ তৈরিতে কোন উপাদান ব্যবহৃত হয় ? | সিলিকন |
৪৫ | কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার এক ঐতিহ্যবাহী সংস্কৃতি হিসাবে চিহ্নিত হয়েছে ? | কুম্ভ মেলা |
৪৬ | তুলা কোন মাটিতে ভালো হয় ? | কৃষ্ণ মৃত্তিকা |
৪৭ | গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ? | ডঃ মুহাম্মদ ইউনুস |
৪৮ | কোন গ্যাস সূর্যের অতিবেগুনী বিকিরণ থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করে ? | ওজোন |
৪৯ | ভুবন সোম সিমেনাটি পরিচালনা করেন কে ? | মৃণাল সেন |
৫০ | বিশ্ব মিত্র কা টিলা কোন রাজ্যে অবস্থিত ? | হরিয়ানা |
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |