10th November 2024 Current Affairs in Bengali | ১০ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
7th November 2024 Current Affairs in Bengali | ৭ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ১০ই নভেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 10th November 2024

  1. শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস প্রতি বছর ১০ই নভেম্বর পালিত হয়। এবছরের থিম ছিল “Youth at the Forefront”
  2. ভারত ও ভুটানের মধ্যে প্রথম সমন্বিত চেক পোস্ট (Integrated Check Post – ICP) উদ্বোধন করা হয়েছে আসামের দারাঙ্গায়।
  3. ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “Country of Focus” হিসেবে নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়া।
  4. World Soft Tennis Championship অনুষ্ঠিত হয়েছে চীনের জিংশানে।
  5. EdelGive-Hurun India Philanthropy List 2024-এর শীর্ষে রয়েছেন শিব নাদার।
  6. Rohini Nayyar Prize 2024-এ ভূষিত হয়েছেন অনিল প্রধান।
  7. আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবী সম্প্রতি ODI ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
  8. ২০২৫ সালের IPL নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়।
  9. FICCI-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন আগরওয়াল
  10. ভারতীয় রেল প্রযুক্তিগত সহযোগিতার জন্য সুইজারল্যান্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment