9th November 2024 Current Affairs in Bengali | ৯ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
7th November 2024 Current Affairs in Bengali | ৭ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ৯ই নভেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 9th November 2024

  1. ৯ই নভেম্বর পালিত হয় National Legal Services Day।
  2. গুজরাট ভারতের প্রথম রাজ্য, যেখানে Dedicated Semiconductor Policy বাস্তবায়িত হয়েছে।
  3. রায়পুরে শুরু হয়েছে Indian Road Congress-এর ৮৩তম বার্ষিক অধিবেশন।
  4. ভারত নেপালের সঙ্গে জলসম্পদ এবং শক্তি সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে।
  5. অস্ট্রেলিয়া ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে।
  6. QS World University Rankings-Asia 2025-এ শীর্ষস্থান অর্জন করেছে IIT Delhi।
  7. দ্বিতীয় Indian Military Heritage Festival (IMHF) উদ্বোধন করা হয়েছে নিউ দিল্লিতে।
  8. মহারাষ্ট্রের নতুন DGP হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কুমার ভার্মা।
  9. World Boxing Federation-এর Super Featherweight World টাইটেল জয় করেছেন মনদীপ জাংরা।
  10. রেজোলিউশন প্ল্যান ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্ট Jet Airways-কে লিকুইডেশনের নির্দেশ দিয়েছে।
Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment