Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ৬ই নভেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 5th November 2024
Hanley Passport Index 2024-এ ভারতের স্থান ৮৩, এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন আশীষ খান্না।
পঞ্চম ‘VINBAX-2024’ যৌথ সেনা মহড়া ভারত এবং ভিয়েতনামের মধ্যে পরিচালিত হচ্ছে।
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার সাথে MoU স্বাক্ষর করেছে ভারত।
মধ্যপ্রদেশ সমস্ত রাজ্য সরকারি পরিষেবাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ ৩৩% থেকে বাড়িয়ে ৩৫% করেছে।
বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে জাপান।
সম্প্রতি ৬৩ বছর বয়সে মারা গেছেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল।
সন্ত্রাসবিরোধী এবং অপরাধী কার্যক্রমে সফলতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মান পেয়েছে আসাম পুলিশ।
Collins Dictionary-এর 2024 Word of the Year হিসেবে নির্বাচিত হয়েছে “Brat” শব্দটি।
Oscars 2025-এর জন্য কোয়ালিফাই করেছে কন্নড় ভাষার শর্টফিল্ম ‘Sunflowers Were the First Ones to Know’।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |