Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ৩রা নভেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 3rd November 2024
- ২০২৪ সালের অক্টোবর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১.৮৭ লক্ষ কোটি টাকা।
- World Agriculture Forum-এর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ড. জ্যাকুইলিন দ’আরোস হিউজ।
- Multi Commodity Exchange (MCX)-এর MD এবং CEO হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণা রাই।
- ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে ৯ম যৌথ সামরিক মহড়া ‘GARUD SHAKTI 24’ অনুষ্ঠিত হতে চলেছে।
- অযোধ্যা ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছে।
- Asian Arm Wrestling Cup 2024 জয় করেছে কাজাখস্তান, এবং ভারত রানার্স আপ হয়েছে।
- NDMC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কেশব চন্দ্র।
- প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য Elevate 2024 স্কিম চালু করেছে কর্ণাটক সরকার।
- সম্প্রতি ৯৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে এস পুট্টস্বামী।
- আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত Seniors World Wrestling Championships-এ মহিলাদের ৫৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের মানসী আহলাওয়াত।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |