Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ৩১শে অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 31st October 2024
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস।
Japan Para-Badminton International 2024-এ সোনা এবং রুপোর মেডেল জিতেছেন ভারতের প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম।
Bharti Airtel-এর MD এবং CEO পদে দায়িত্ব নিতে চলেছেন শাশ্বত শর্মা।
খড় পোড়ানো বন্ধ করার উদ্দেশ্যে ‘Rajya Vishisht Yojana’ চালু করেছে হরিয়ানা।
ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর।
৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে ‘Ayushman Vaya Vandana Card’ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Rule of Law Index 2024-এ ভারতের স্থান ৭৯তম; প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক।
সম্প্রতি ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপ্ত গুসাদি নৃত্যশিল্পী কনক রাজু।
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
চীনের BRI-তে যোগ না দেওয়া দ্বিতীয় BRICS দেশ হলো ব্রাজিল।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |