27th October 2024 Current Affairs in Bengali | ২৭শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
27th October 2024 Current Affairs in Bengali

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২৭শে অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 27th October 2024

১. ভারতে AI পরিকাঠামো স্থাপনের জন্য Nvidia-র সঙ্গে পার্টনারশিপ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

২. Indian Cyber Crime Coordination Centre-এর ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না।

৩. হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা নয়াব সিং সাইনি।

৪. ৩১টি MQ-9B Predator ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

৫. ISSF World Cup Final ২০২৪-এ রূপোর মেডেল জিতেছেন ভারতের ভিভান কাপুর।

৬. ২১তম Livestock Census Operation চালু করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং।

৭. আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত U23 World Wrestling Championships ২০২৪-এ ব্রোঞ্জ মেডেল জিতেছেন ভারতের অভিষেক ঢাকা।

৮. ২০২৪ Sakharov Prize-এ ভূষিত হয়েছেন María Corina Machado এবং Edmundo González Urrutia।

৯. Ship Incentives রূপায়িত করার ক্ষেত্রে ভারতের প্রথম বন্দর হলো গোয়ার মার্মাগাঁও বন্দর।

১০. এবছর থেকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এর পরিবর্তে প্রদান করা হবে অর্জুন লাইফটাইম অ্যাওয়ার্ড।

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment