Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২৩শে অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 23rd October 2024
১. মোল দিবস ২৩ অক্টোবর পালিত হয়; এবারের থিম হলো “Encantmole”।
২. ১৮তম প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে ওড়িশার ভুবনেশ্বরে।
৩. ভারতের নতুন কয়লা সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন বিক্রম দেব দত্ত।
৪. দলিতদের জন্য উপ-কোটা কার্যকর করার ক্ষেত্রে ভারতের প্রথম রাজ্য হরিয়ানা।
৫. ট্রাফিক নিয়ম লঙ্ঘনের নজরদারির জন্য কেরালা লঞ্চ করেছে Citizen Sentinel অ্যাপ।
৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে দিল্লী সরকার।
৭. Economic Freedom Index ২০২৪-এ ভারতের স্থান ৮৪; শীর্ষে রয়েছে হংকং।
৮. আসামের ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যানে Crepidium assamicum নামে একটি নতুন অর্কিড প্রজাতির সন্ধান মিলেছে।
৯. “Mountain Mammals of the World” শিরোনামে বই প্রকাশ করেছেন এম কে রঞ্জিতসিংহ।
১০. ঘূর্ণিঝড় ‘দানা’র নামকরণ করেছে কাতার; আরবি ভাষায় “দানা” শব্দটির অর্থ “উদারতা”।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |