22nd October 2024 Current Affairs in Bengali | ২২শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
22nd October 2024 Current Affairs in Bengali

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২২শে অক্টোবর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 22nd October 2024

  1. সম্প্রতি মিশরকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করেছে WHO।
  2. ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাবোও সুবিয়ান্তো।
  3. COP16 Biodiversity Summit অনুষ্ঠিত হবে কলম্বিয়ার ক্যালিতে।
  4. 27তম অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো ছত্তিশগড়ের রায়পুরে।
  5. আদিবাসীদের জমির অধিকার প্রদানের জন্য অসম সরকার ‘Mission Basundhara 3.0’ প্রকল্প চালু করেছে।
  6. নেপালের ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন পুবুদু দাসানায়েকে।
  7. নিউ দিল্লীর জাতীয় বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হলো প্রথম কয়লা গ্যালারি।
  8. Indian Chamber of Commerce-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অভ্যুদয় জিন্দাল।
  9. ভারত ও ওমানের মধ্যে ‘Naseem Al Bahr’ নামে যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হলো।
  10. মেক্সিকোতে অনুষ্ঠিত Archery World Cup Final 2024-এ মহিলাদের রিকার্ভ ইভেন্টে রূপের মেডেল জিতলেন ভারতের দীপিকা কুমারী।
Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment