Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 18th October 2024
- মহারাষ্ট্র সরকার Maharashtra State Skills University-এর নাম পরিবর্তন করে Padma Vibhushan Ratan Tata Maharashtra State Skills University রাখার সিদ্ধান্ত নিয়েছে।
- International Brain Research Organisation (IBRO)-এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন শুভা টোলে।
- কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী বিশাখাপত্তনমে National Skill Training Institute Extension Centre-এর উদ্বোধন করেছেন।
- তেলেঙ্গানা সরকার প্রতিবন্ধীদের জন্য একটি কর্মসংস্থান পোর্টাল চালু করেছে।
- চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য IAF World Space Award-এ সম্মানিত হয়েছেন ইসরো চেয়ারম্যান ড. এস সোমনাথ।
- সঞ্জীব খান্না ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
- প্রবীন বশিষ্ঠকে Internal Security in India-এর স্পেশাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- ISSF World Cup Final 2024-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় শ্যুটার অখিল শিওরান।
- International Solar Alliance Assembly-এর সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হবে নিউ দিল্লির ভারত মণ্ডপমে।
- মণিপুরে পালিত হলো Mera Hou Chongba উৎসব।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |