কিভাবে WB Gram Panchayat Recruitment 2024 এ নিয়োগের আবেদন পেতে পারেন? Apply Now

|
Facebook
WB Gram Panchayat Recruitment 2024

WB Gram Panchayat Recruitment 2024 – পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কর্মী নিয়োগের জন্য একটি নতুন ওয়েবসাইট এর পোটাল শুরু করা হয়েছে। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর, পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

WB Gram Panchayat Recruitment 2024
WB Gram Panchayat Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামের কিছু দপ্তরে খালি পদে কর্মী নিয়োগ করার জন্য প্রস্তাব আসছে। এই নিয়োগের জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (WBPRMS) নামক একটি পোর্টালে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করার পর আবেদন করতে হবে। সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আজকের পোস্টটি পড়ুন।

WB Gram Panchayat Recruitment 2024 রেজিস্ট্রেশন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আপনাকে প্রথমে নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী আপনি আপনার নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রথমে, আপনার সঠিক মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। তারপর, সঠিক ইমেইল আইডি এন্টার করতে হবে। এরপর, আপনার নাম, জন্ম তারিখ, এবং লিঙ্গ নির্বাচন করতে হবে। এখন, নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনাকে প্রদর্শিত ক্যাপচা কোড এন্ট্রি করে সেন্ড ওটিপি(OTP) অপশনে ক্লিক করতে হবে। শেষে, আপনাকে মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি(OTP) নম্বর দিয়ে নিজের আইডি ভেরিফাই করতে হবে।

WB Gram Panchayat Recruitment 2024 লগইন পদ্ধতি

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কর্মী নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিজস্ব আইডি তৈরি করতে হবে প্রথমে। তারপর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার জন্য প্রথমে নিজের রেজিস্টার মোবাইল নম্বর এন্টার হবে। এরপর রেজিস্ট্রেশন করার সময় তৈরি করা পাসওয়ার্ড লিখতে হবে। এবার স্ক্রিনে দেখানো ক্যাপচা কোর্ড এন্ট্রি করে লগইন অপশনে ক্লিক করলে প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড এ পৌঁছে যাবে। প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড খোলার পর স্ক্রিনে দেখানো অপশন গুলি থেকে নিজেদের প্রোফাইল তৈরির পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। প্রতিটি অপশনের পাশে এডিট বোতামে ক্লিক করে সব তথ্য সঠিক পূরণ করতে হবে।

WB Gram Panchayat Recruitment 2024 আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কর্মী নিয়োগের জন্য প্রোফাইল তৈরি হওয়ার পর প্রার্থীরা নিজস্ব ড্যাশবোর্ডের ডানদিকে “Recent Recruitment Drives” নামে একটি অপসন দেখতে পাবেন। এই অপশনে বিভিন্ন জেলার শূন্য পদের বিবরণ থাকবে। এই শূন্যপদের পাশেই “Apply Now” অপশন দেখতে পাবেন চাকরি প্রার্থীরা। ওই অপশনে ক্লিক করে চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট আবেদন পত্রের সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

প্রতিটি অপশনের তথ্য সঠিক ভাবে পূরণ করার পর অপশন গুলি লাল রং থেকে সবুজ রঙের হয়ে যাবে। সমস্ত অপশন গুলি সবুজ রং হওয়ার পর “Confirm and Save” অপশনে ক্লিক করে আবেদনটি সেভ করতে হবে। এরপর “Declaration” চেকবক্সে ক্লিক করতে হবে প্রার্থীদের। সবশেষে “Application Preview & Submit” অপশনে ক্লিক করলে আবেদনকারীর আবেদন নথিভুক্ত হয়ে যাবে। এরপর “Download Application” অপশনে ক্লিক করে আবেদনকারীরা নিজেদের আবেদন পত্রের কপি ডাউনলোড করতে পারবেন।

IMPORTANT LINKS

Download Fresher Recruit Test For Free TestClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
WB Gram Panchayat Recruitment 2024 Official NotificationClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment