PM Scholarship 2024 – প্রতিমাসে ৩০০০/-টাকা – কেন্দ্র সরকারের তরফে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে চালু হতে চলেছে।

|
Facebook
PM Scholarship 2024

কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী স্কলারশিপ (PM Scholarship 2024) নামে একটি নতুন স্কলারশিপের সূচনা করা হয়েছে, যা উচ্চমাধ্যমিক স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে চালু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচা হিসাবে প্রতিমাসে ৩০০০/- টাকা প্রদান করা হবে।

PM Scholarship 2024 স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই 60% নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা/স্নাতক পাস করতে হবে। সেনাবাহিনীতে কর্মরত বা পুলিশ সৈনিকদের সন্তান বা বিধবা স্ত্রীদের উদ্দেশ্যেও এই স্কলারশিপটি প্রাপ্তব্য। যে কোনও ডিগ্রি কোর্সে ভর্তি হলেই প্রথম বছরেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীদেরকে AICTE বা UGC কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে।

PM Scholarship 2024
PM Scholarship 2024

স্কলারশিপ সুবিধা (PM Scholarship 2024)

প্রতিবছর ৫৫০০ জন ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা দেওয়া হবে। পুরুষ প্রার্থীরা প্রতি মাসে ২৫০০/- টাকা এবং মহিলা প্রার্থীরা প্রতি মাসে ৩০০০/- টাকা স্কলারশিপ এর সুবিধা পাবেন।

স্কলারশিপের আবেদন পদ্ধতি

PM Scholarship 2024 এর জন্য আবেদনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ।

  • 🎓 PM Scholarship 2024 এর জন্য উপযুক্তত পরীক্ষা হবে।
  • 🔍 https://ksb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  • 📝 নিজের তথ্য দিয়ে আবেদন পত্রের পার্ট-১ পার্ট -২ পূরণ করতে হবে।
  • 💻 রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে।
  • 📄 প্রয়োজনীয় নথিপত্র গুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে।
  • 🖨️ আবেদন পত্রের প্রিন্ট কপি বার করে নিজের কাছে রাখতে হবে।
  • 🔒 নিজের পাসওয়ার্ড ও ইউজার আইডি মনে রাখতে হবে।

PM Scholarship 2024 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • 📜 জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট এর প্রয়োজন।
  • 🆔 আবেদনকারীর আইডেন্টি প্রুভ হিসাবে আধার কার্ড/রেশন কার্ড এর প্রয়োজন।
  • 📚 দ্বাদশ, ডিপ্লোমা বা স্নাতক পূর্ববর্তী কোর্সের মার্কশিট প্রয়োজন।
  • 💳 ব্যাংক একাউন্টের এর পাসবুক প্রয়োজন।
  • 📷 আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোকপি প্রয়োজন।
  • 📄 বোনাফাইড সার্টিফিকেট প্রয়োজন।
  • 📋 আবেদনকারীর পিতা বা স্বামীর যুক্তি আগের কাজের নথিপত্র প্রয়োজন।

PM Scholarship 2024 আবেদনের সময়সীমা

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তাই ছাত্র-ছাত্রীদেরকে অপেক্ষা করতে হবে।

Conclusion

এই প্রধানমন্ত্রী স্কলারশিপ 2024 ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সাথে সাথে আরও সহজ এবং সুবিধাজনক করতে সাহায্য করতে চলেছে। সকল যোগ্য আবেদনকারীদেরকে আবেদন করার জন্য আগ্রহ করা হচ্ছে, যাতে তারা তাদের পড়াশোনা পর্যাপ্তভাবে চালাতে পারে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।

IMPORTANT LINKS

PM Scholarship 2024

Apply OnlineClick Here
Download Fresher Recruit Test For Free TestClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Official NotificationClick Here
Web StoriesClick Here

Admin

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

1 thought on “PM Scholarship 2024 – প্রতিমাসে ৩০০০/-টাকা – কেন্দ্র সরকারের তরফে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে চালু হতে চলেছে।”

Leave a Comment