Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২৬শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 26th October 2024
১. সম্প্রতি প্রকাশিত FIFA র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের স্থান ১২৫তম।
২. পাটনায় বিহার রাজ্যের প্রথম ড্রাই পোর্টের উদ্বোধন করেছেন বিহারের শিল্পমন্ত্রী নীতীশ মিশ্র।
৩. ৩১তম সিঙ্গাপুর-ভারত সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া (SIMBEX) শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।
৪. সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন নীনা মালহোত্রা।
৫. আসামে ৫০০ মেগাওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৪৩৪.৩ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
৬. International Gita Mahotsav ২০২৪ অনুষ্ঠিত হবে হরিয়ানায়।
৭. সম্প্রতি রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।
৮. T20I-তে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছে জিম্বাবুয়ে (৩৪৪ রান করে)।
৯. সম্প্রতি ৮৬ বছর বয়সে মারা গেছেন আমেরিকান অভিনেতা রন এলি।
১০. ২০২৫ সালে ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেল শিলং।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |