Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 24th October 2024
- জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর পালন করা হয়; এবছরের থিম হলো “সমতা, স্বাধীনতা ও ন্যায় সবার জন্য”।
- ‘Tenkana’ নামে নতুন একটি জাম্পিং মাকড়সার প্রজাতির সন্ধান পাওয়া গেছে দক্ষিণ ভারতে।
- গান্ধীনগরে 14তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস কনফারেন্সের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লুং কুয়াং।
- পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ইয়াহিয়া আফ্রিদি।
- গুরুগ্রামে অনুষ্ঠিত হবে 16তম উইমেনস ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্ট।
- বিএসএনএল-এর নতুন লোগো উন্মোচন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।
- গুগল কোম্পানির প্রধান প্রযুক্তিবিদ হিসেবে নিযুক্ত হলেন প্রভাকর রাঘবন।
- কালিদাস সম্মান পুরস্কার ২০২৩ জিতেছেন রঘুপতি ভট্ট।
- স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এস গোপালকৃষ্ণন।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |