22nd January 2025 Current Affairs in Bengali | ২২শে জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

|
Facebook
22nd January 2025 Current Affairs in Bengali

Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ২২শে জানুয়ারি, ২০২৫ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

Current Affairs in Bengali – 22nd January 2025

১. জিআই ট্যাগ পেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ‘ভার্জিন নারকেল তেল’।

২. উত্তরাখণ্ড সরকার ভূ-তাপীয় শক্তি বিকাশের জন্য আইসল্যান্ডের Varkis Consulting ইঞ্জিনিয়ারদের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

৩. CRPF-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন আসাম পুলিশের প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং।

৪. আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।

৫. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক ক্যামব্রিজ ইমপ্যাক্ট প্রাইজ ২০২৫-এ ভূষিত হলেন উর্বসী সিনহা।

৬. ইন্ডিয়া ওপেন ২০২৫-এ পুরুষদের সিঙ্গলস শিরোপা জিতলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন।

৭. ইন্ডিয়া ওপেন ২০২৫-এ মহিলাদের সিঙ্গলস শিরোপা জিতলেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং।

৮. “দ্য ওয়ার্ল্ড আফটার গাজা” শিরোনামে বই লিখলেন পঙ্কজ মিশ্র।

৯. গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী সৌর মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিট চালু করলেন।

১০. সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা গেলেন স্কটল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেনিস ল।

Mock Test For FreeClick Here
Other PostClick Here
Join Facebook GroupClick Here
Join Telegram ChannelClick Here
Web StoriesClick Here

Rana Sen

I’m a digital creator. I’m passionate about using my creativity to connect with people in new ways.

Leave a Comment