Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ১লা নভেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 1st November 2024
Sultan of Johor Cup Junior Hockey Tournament-এ নিউজিল্যান্ডকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জিতেছে ভারত।
U23 World Wrestling Championships-এ তৃতীয় ভারতীয় হিসেবে সোনা জিতেছেন চিরাগ চিক্কারা।
World Uyghur Congress-এর নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন Rushan Abbas।
প্রথম ভারতীয় হিসেবে Miss Grand International খেতাব জিতেছেন রাচেল গুপ্তা।
সরকারি হাসপাতালে ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
অমিতাভ বচ্চনের হাত থেকে ANR National Award গ্রহণ করেছেন তেলেগু অভিনেতা চিরঞ্জীবী।
শ্রীলঙ্কা A-কে পরাজিত করে Emerging Asia Cup 2024-এর শিরোপা জিতেছে আফগানিস্তান A।
Climate and Health Africa Conference (CHAC) 2024 অনুষ্ঠিত হয়েছে জিম্বাবুয়ে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য Civil Registration System (CRS) নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Dong Feng-26 নামে একটি মিসাইল তৈরি করেছে চীন।
Important Links
Mock Test For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |