Current Affairs in Bengali: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য Fresher Recruit প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে চলেছে। আজকের প্রতিবেদনে ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখের উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হলো। চাকরিপ্রার্থীরা বিশেষ মনোযোগ সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি(Current Affairs in Bengali) পড়ুন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
Current Affairs in Bengali – 16th October 2024
- বিশ্ব খাদ্য দিবস পালন হয় ১৬ই অক্টোবর, এবছরের Theme হলো- “Right to Food for a Better Life and a Better Future (একটি সুস্থ জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার।)”
- ITU World Telecommunication Standardization Assembly 2024 এর শুভারম্ভ ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লী-তে।
- ইন্ডিয়ান কোস্ট গার্ড এর নবনিযুক্ত প্রধান হলেন এস পরমেশ।
- ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ICC Men’s Player of the Month পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার কামিন্দু মেন্ডিস(Kamindu Mendis)।
- ২০২৪ সালের আগস্ট মাসের ICC Women’s Player of the Month পুরস্কারে ভূষিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট(Tammy Beaumont)।
- ওমর আবদুল্লাহ শপথ নেবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে।
- বন্দন ব্যাংক এর নতুন MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত।
- রাশিয়া এর কাছে Restricted Critical Technologies দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত।
- ইন্ডিয়ান নেভি বেসামরিক কর্মীদের কভারেজ প্রদান করতে বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইন্স্যুরেন্স(Bajaj Allianz) এর সাথে পার্টনারশীপ গড়েছে।
- হকি ইন্ডিয়া লীগ(Hockey India League) এর নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন হরমনপ্রীত সিং।
- রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) টানা ছয় বছর ধরে CII-GBC ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
- রিয়েল টাইম এয়ারপোর্ট তথ্য এর জন্য ‘Aviio’ অ্যাপ্লিকেশন চালু করেছে আদানি এয়ারপোর্ট।
- বিশ্বের বৃহত্তম কম-কার্বন হাইড্রোজেন সুবিধা গড়ে তোলার জন্য ADNOC এবং ExxonMobil একত্রিত হয়েছে।
- কেন্দ্রীয় সরকার উচ্চ শিক্ষায় গবেষণার প্রসারে Partnerships for Accelerated Innovation and Research (PAIR) প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে।
- টাইফুন যাগী ঝড়ের মোকাবিলা করতে সাহায্য পাঠিয়েছে ভারত, যা লাওস, মায়ানমার এবং ভিয়েতনাম কে সহায়তা করবে।
- ১৭ বছর বয়সী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় আনমোল খরব তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা বেলজিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছেন।
- ৮৭.৮৬ মিটার জ্যাভলিন থ্রো করে নীরজ চোপড়া ডায়মন্ড লীগ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
- বাংলাদেশ কে ২০২ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)।
Current Affairs in Bengali Video
Important Links
Practice Set For Free | Click Here |
Other Post | Click Here |
Join Facebook Group | Click Here |
Join Telegram Channel | Click Here |
Web Stories | Click Here |